ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মমতা ব্যানার্জির বিরুদ্ধে আইনজীবীদের মামলা

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১২

কলকাতা : `টাকা দিয়ে বিচার কেনা যায়`  বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এ মন্তব্য জের ধরে তুমুল বিতর্কের মাঝে কলকাতা হাইকোর্টে বৃহস্পতিবার জনস্বার্থ মামলা দায়ের করলেন কয়েকজন আইনজীবী।

এদিন আইনজীবীরা হাইকোর্টে আবেদন করে বলেন, হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে এই বিষয়ে মামলা (সুয়োমোটো) দায়ের করুক।

এ মর্মে  বিচারপতি কল্যাণজ্যোতি সেনগুপ্ত ও বিচারপতি অসীম কুমার মণ্ডলের ডিভিশন বেঞ্চে এই আবেদন জানান আইনজীবী বিকারঞ্জন ভট্টাচার্য৷

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুয়োমোটো মামলার আবেদন হাইকোর্ট গ্রহণ করবে কি না,  সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে দুপুর ২ট‍া’র পর আবেদনকারী পক্ষের বক্তব্য শোনেন কল্যাণজ্যোতি সেনগুপ্তের বেঞ্চ।

অন্যদিকে, বিচার ব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি জয়নারায়ণ প্যাটেল ও বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে এদিন আরও একটি জনস্বার্থ মামলা দায়ের করলেন দেবাশিস সাহা ও মণিরুজ্জামান নামের আরো দুই আইনজীবী৷

মুখ্যমন্ত্রীর মন্তব্যে বিচার ব্যবস্থার ওপর মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তাদের তরফে আবেদন জানানো হয়েছে৷

শুধু বিচার বিভাগ নয়, মঙ্গলবার পশ্চিমবঙ্গ বিধানসভার ৭৫ বছর পূর্তিতে দেশের গণতান্ত্রিক কাঠামো নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙে ফেলার চক্রান্ত চলছে বলে অভিযোগ করেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, কালো টাকার `খেলা` চলছে গোটা দেশজুড়ে।

কার্যতঃ দেশের বিচার ব্যবস্থা থেকে নির্বাচনী প্রক্রিয়া, সব কিছুতেই আঙুল তোলেন মুখ্যমন্ত্রী। এমন কী তার রোষ থেকে বাদ যায়নি রাজ্যের বিভিন্ন কমিশনও।

বাংলাদেশ সময় : ১৫২৬ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১২
আরডি/সম্পাদনা : বেনু সূত্রধর,নিউজরুম এডিটর, সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর  
kumar.sarkerbd@gmail.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।