ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আসামের সহিংসতায় ভুয়া এমএমএসের উৎস পাকিস্তান- ভারত

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৮ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১২

নয়াদিল্লি: আসামের সহিংসতার জেরে ভারতের বিভিন্ন প্রান্তে বসবাসকারী উত্তর-পূর্বাঞ্চলের বাসিন্দারা তাড়াহুড়া করে ঘরে ফিরছেন। বেঙ্গালুরু থেকেই প্রায় ৩০ হাজার উত্তর-পূর্বাঞ্চলের বাসিন্দারা পালিয়েছেন।

নানা ধরনের গুজবে আতঙ্কিত হয়ে পড়ছেন তারা। মধ্য ও দক্ষিণ ভারতে কিছু বিক্ষিপ্ত হিংসার ঘটনা ঘটছে বলেও অভিযোগ উঠেছে।

আর এ হিংসা, বিদ্বেষে উস্কানি দিচ্ছে বিভিন্ন ভুয় এমএমএস। ভারতে স্বরাষ্ট্র সচিব আর কে সিং জানিয়েছেন এগুলির উৎস পাকিস্তান।

মায়ানমারে ৩ মাস আগের সংঘর্ষের ছবি আসামের বলে চালিয়ে দেওয়া হচ্ছে। ঘূর্ণিঝড়, ভূমিকম্পে মৃত্যু ও ধ্বংসের ছবিকেও আসামের হিংসার নমুনা বলে তুলে ধরা হচ্ছে ইন্টারনেটে। ভুয়া এমএমএস ছড়ানো হচ্ছে, এমন ৭৪টি ওয়েব সাইটকে ইতিমধ্যেই ব্লক করা হয়েছে। আরও ৩৪টি সাইট এ তালিকায় রয়েছে বলে জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব।

ভুয়া এমএমএস-এর উৎস পাকিস্তান হলেও কোনও সন্ত্রাসবাদী সংগঠন এর সঙ্গে জড়িত কিনা, তা এখনও জানা যায়নি। বিদেশ মন্ত্রকের মাধ্যমে বিষয়টি ইসলামাবাদের নজরে আনা হবে বলে জানিয়েছেন আর কে সিং।

আসামের কোকরাঝাড়, ধুবড়ি, চিরাং জেলায় একাধিক হিংসার ঘটনার তদন্ত শুরু করেছে সিবিআই। হিংসায় জড়িতদের সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য দিতে পারলে এক লাখ রুপি পর্যন্ত পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

বাংলাদেশ সময়: ০২১৫ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১২
আরডি/ সম্পাদনা: আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটরআসামের সহিংসতায় ভুয়া এমএমএসের উৎস পাকিস্তান- ভারত

নয়াদিল্লি করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নয়াদিল্লি: আসামের সহিংসতার জেরে ভারতের বিভিন্ন প্রান্তে বসবাসকারী উত্তর-পূর্বাঞ্চলের বাসিন্দারা তাড়াহুড়া করে ঘরে ফিরছেন। বেঙ্গালুরু থেকেই প্রায় ৩০ হাজার উত্তর-পূর্বাঞ্চলের বাসিন্দারা পালিয়েছেন। নানা ধরনের গুজবে আতঙ্কিত হয়ে পড়ছেন তারা। মধ্য ও দক্ষিণ ভারতে কিছু বিক্ষিপ্ত হিংসার ঘটনা ঘটছে বলেও অভিযোগ উঠেছে।

আর এ হিংসা, বিদ্বেষে উস্কানি দিচ্ছে বিভিন্ন ভুয় এমএমএস। ভারতে স্বরাষ্ট্র সচিব আর কে সিং জানিয়েছেন এগুলির উৎস পাকিস্তান।

মায়ানমারে ৩ মাস আগের সংঘর্ষের ছবি আসামের বলে চালিয়ে দেওয়া হচ্ছে। ঘূর্ণিঝড়, ভূমিকম্পে মৃত্যু ও ধ্বংসের ছবিকেও আসামের হিংসার নমুনা বলে তুলে ধরা হচ্ছে ইন্টারনেটে। ভুয়া এমএমএস ছড়ানো হচ্ছে, এমন ৭৪টি ওয়েব সাইটকে ইতিমধ্যেই ব্লক করা হয়েছে। আরও ৩৪টি সাইট এ তালিকায় রয়েছে বলে জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব।

ভুয়া এমএমএস-এর উৎস পাকিস্তান হলেও কোনও সন্ত্রাসবাদী সংগঠন এর সঙ্গে জড়িত কিনা, তা এখনও জানা যায়নি। বিদেশ মন্ত্রকের মাধ্যমে বিষয়টি ইসলামাবাদের নজরে আনা হবে বলে জানিয়েছেন আর কে সিং।

আসামের কোকরাঝাড়, ধুবড়ি, চিরাং জেলায় একাধিক হিংসার ঘটনার তদন্ত শুরু করেছে সিবিআই। হিংসায় জড়িতদের সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য দিতে পারলে এক লাখ রুপি পর্যন্ত পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

বাংলাদেশ সময়: ০২১৫ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১২
আরডি/ সম্পাদনা: আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।