ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে ঈদের বৃহত্তম জামাত রেড রোডে ৯টায়

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫১ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১২

কলকাতা: অপূর্ণতা নিয়েই শেষ হয়েছে শনিবারের মধুর অপেক্ষা। সুতরাং আগামী সোমবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে তা নিশ্চিত।



দিল্লিসহ সারা ভারতে  ঈদ পালিত হবে বলে ঘোষণা দিয়েছেন ফতেপুরি মসজিদের শাহী ইমাম মওলানা মুফতি মুকরম, কলকাতার টিপু সুলতান মসজিদের শাহী ইমামের, নাখোদা মসজিদ।

এদিকে, খুশির ঈদের আনন্দবার্তায় উৎসবের সুরে  আলোকসজ্জা, রঙিন তোরণ আর ‘ঈদ মোবারক’ বার্তায় সেজেছে কলকাতার খিদিরপুর, মেটিয়াবুরুজ, রাজাবাজার, ধর্মতলা, মোমিনপুরসহ কলকাতা এবং রাজ্যের বিভিন্ন অঞ্চল।

সোমবার ঈদের মূল জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায় কলকাতার রেড রোডে। কয়েক লাখ মুসল্লি এতে অংশ নেবেন। নাখোদা মসজিদে জামাত হবে সকাল ৭টায়। পার্ক সার্কাস ময়দানে সকাল সাড়ে ৯টায় এবং মেটিয়াবুরুজের লাল মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টা ১৫ মিনিটে।

এছাড়া, টিপু সুলতান মসজিদে সাড়ে ৭টা, রাজাবাজার জামে মসজিদে সাড়ে ৮টা, তপসিয়া ফুটবল মাঠে ৮টায়, বেকার হোস্টেলে সাড়ে ৭টা ও ৯টায় এবং হাওড়া ঈদগাহ ময়দানে ৯টায় ঈদের নামাজের জামাত অনুষ্টিত হবে।

কলকাতায় বসবাসরত আফগানিস্তানের বাসিন্দারা প্রতিবারের মতো এবারো ঈদের জামাতের পর কলকাতা ময়দানে পশতু নাচের আসর বসাবেন।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১২
আরডি/সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।