ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ঈদ আনন্দ ভাগাভাগি বিজিবি-বিএসএফের

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, আগস্ট ২০, ২০১২

আগরতলা (ত্রিপুরা): ঈদ উৎসবের আনন্দে বাংলাদেশ-ভারতের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরাও মেতে উঠেছেন। সোমবার সকালে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আখাউড়া চেকপোস্ট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ ও বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবির জওয়ানরা একে অপরকে শুভেচ্ছা জানান।



বিজিবির নায়েক সুবেদার আশরাফের হাতে ফল ও মিষ্টি তুলে দিয়ে ভারতীয় সীমান্ত সুরক্ষা বাহিনীর আধিকারিক ও জওয়ানরা আলিঙ্গনের মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

বিজিবির নায়েক সুবেদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, বিএসএফ ও বিজিবি দু’দেশের সীমান্ত সুরক্ষায় যৌথভাবে করে যাচ্ছে। শান্তিপূর্ণভাবে দু’দেশের এই সম্পর্ক অটুট রাখার কামনা করে সকলের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, আগস্ট ২০, ২০১২
তন্ময় চক্রবর্তী/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।