ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আইন অমান্য করল কংগ্রেসের শ্রমিক সংগঠন

আগরতলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, আগস্ট ২২, ২০১২

আগরতলা (ত্রিপুরা):  ৩৭ দফা দাবিতে আইন অমান্য করল কংগ্রেসের শ্রমিক সংগঠন। বুধবার পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ৩৭ দফা দাবি আদায়ে আইন অমান্য আন্দোলন সংগঠিত করল ত্রিপুরা জাতীয় মজদুর কংগ্রেস।



বলা যায়, বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের বামফ্রন্ট সরকারে দীর্ঘ বঞ্চনার প্রতিবাদে এবার ময়দানে নামল আই এন টি ইউ সি।

ট্রেড ইউনিয়নের উপর হস্তক্ষেপ বন্ধ করা, শ্রমিক কর্মচারীদের উপর দমন পীড়ন বন্ধ করা, মোটর শ্রমিকসহ সর্বস্তরের শ্রমিকদের সরকারি সাহায্যে বাধ্যতামূলক জীবন বীমা করা, ৮ ঘণ্টার বেশি কাজ করানো বন্ধ করা, প্রয়োজনে পূর্বের ন্যায় ওভার টাইম চালু করা ইত্যাদি ছিলো বুধবারের আন্দোলনের মুল ইস্যু।

এদিন শ্রমিক কর্মচারীদের একটি মিছিল জগ্ননাথবাড়ি এলাকা থেকে বের হয়ে রাজধানীর বিভিন্ন পথ পরিক্রম করে বটতলা জয়নগর বাসস্ট্যান্ড এলাকায় এসে আইন অমান্য করে। পুলিশের দুটি ব্যারিকেড ভেঙ্গে আন্দোলনকারীরা তৃতীয় ব্যারিকেড পেরোতে গেলেই পুলিশ তাদের গতি নিয়ন্ত্রণ করে। পরে সেখানে এক সভায় মিলিত হয় আন্দোলনকারীরা।

এ সময় উপস্থিত ছিলেন আই এন টি ইউ সি-র রাজ্য সভাপতি দীপক রায়।

তিনি বলেন, ‘দাবিগুলি নিয়ে বিগত দিনে মহাকরণ অভিযান সংগঠিত করা হয়েছিল। রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে দাবি আদায়ে দীর্ঘ আলোচনায় মুখ্যমন্ত্রী দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করেছিলেন, অথচ আজও শ্রমিকদের দাবি পূরণ হয় নি। এ জন্যই আইন অমান্য আন্দোলনের ডাক। ”

বাংলাদেশ সময়: ১৭৯২ ঘণ্টা, আগস্ট ২২, ২০১২
প্রতিনিধি/ জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।