আগরতলা (ত্রিপুরা): রান্না গ্যাসের সংকট সৃষ্টি হয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যে। আগস্ট মাসে রাজ্যের মোট চাহিদার অর্ধেকও সিলিন্ডার আসেনি।
খোলাবাজার থেকে যারা কিনছেন তাদের প্রতি সিলিন্ডারে ৫০০-৭০০ টাকা অতিরিক্ত দিতে হচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, ত্রিপরায় গ্যাস সংকটের পেছনে রয়েছে আসামের সাম্প্রতিক সহিংস পরিস্থিতি। আসামের অশান্তির কারণে পণ্য বোঝাই গাড়ি আসতে পারছে না। আসছে না গ্যাসও।
প্রতি মাসে রাজ্যে প্রায় তিন লাখ ১২ হাজারটি গ্যাস সিলিন্ডারের চাহিদা রয়েছে। কিন্তু আগস্ট মাসে এখন পর্যন্ত রাজ্যে যা গ্যাস এসেছে তাতে এক লাখ ১৪ হাজারটি সিলিন্ডারে গ্যাস ভরা সম্ভব হয়েছে। যার কারণে চাহিদা ও যোগানের মধ্যে বিস্তর ফাঁক থেকে যাচ্ছে। এ তথ্য দিয়েছেন রাজ্য সরকার।
কবে নাগাদ অবস্থা স্বাভাবিক হবে তা কেউ বলতে পারছে না। আসামের পরিস্থিতি শান্ত না হলে অবস্থা আরও খারাপ হতে পারে।
এপ্রিল-মে মাসেও ঠিক একই সমস্যা হয়েছিল রাজ্যে। সেবার বর্ষায় আসাম ও মেঘালয়ের বিভিন্ন জায়গায় ভূমিধসে রাস্তা বন্ধ হয়ে যায়।
বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, আগস্ট ২৩ ২০১২
সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর