আগরতলা (ত্রিপুরা): বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তেরো দফা দাবি নিয়ে মহাকরণ অভিযানের ডাক দিয়েছে ত্রিপুরা রাজ্য কংগ্রেস।
রাজ্য কংগ্রেসের সভাপতি সুদিপ রায় বর্মণ জানিয়েছেন, নানা গণমুখী দাবি নিয়ে তারা আগামী মাসে মহাকরণ অভিযান করবেন।
তাদের দাবিগুলোর মধ্যে মুখ্য দাবি হচ্ছে- বিধায়ক পার্থ দাসকে বিধানসভার সদস্য পদ থেকে বরখাস্ত করে গ্রেফতার, যৌক্তিক মূল্যে কৃষকদের কাছ থেকে ধান ক্রয়, কৃষকদের সাবলম্বী হতে সাহায্য করা, গরিবদের ২ টাকা দরে চাল সরবরাহ, রাজ্যে ক্রমবর্ধমান নারী নির্যাতন ও ধর্ষণ বন্ধ করে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং রাজ্য বামফ্রন্ট শাসনে বঞ্চিত উপজাতি, তফসিলি জাতি, ওবিসি ও ধর্মীয় সংখ্যালঘুদের অর্থনৈতিক উন্নয়নে বিশেষ প্যাকেজ ঘোষণা করা।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সাধারণ মানুষকে সহজেই আকর্ষণ করার উদ্দেশ্যেই রাজ্য কংগ্রেস এ দাবিগুলো সামনে এনেছে। আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মানুষের কাছে পৌঁছতে চাইছে কংগ্রেস।
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর