ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় অনশনরত কম্পিউটার শিক্ষকদের পাশে রাজ্য কংগ্রেস

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১২

আগরতলা (ত্রিপুরা): পেশাগত বিভিন্ন দাবিতে ত্রিপুরায় আন্দোলনরত কম্পিউটার শিক্ষকদের পাশে দাঁড়াল রাজ্য কংগ্রেস। যদিও এ আন্দোলনের পেছনে আগে থেকেই কংগ্রেসের ইন্ধন ছিল বলে অভিযোগ রয়েছে।



শুক্রবার কম্পিউটার শিক্ষকদের দশম দিনের মতো অনশন চলছে।

রাজ্য সরকার বলছে, এসব দাবি পূরণের এক্তিয়ার রাজ্য সরকারের নেই। তাদের পেশাগত দিকগুলো দেখে কেন্দ্রীয় সরকার।

তবু, নিজেদের অবস্থানে অনড় থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছে কম্পিউটার শিক্ষকরা। রাজধানীর ওরিয়েন্ট চৌমুহনীতে অনশনরত কম্পিউটার ফ্যাকাল্টিদের দাবি পূরণে রাজ্য কংগ্রেসের শাখা সংগঠনগুলো ইতিমধ্যেই আন্দোলনে অংশ নিয়েছে।

প্রতিদিনই কংগ্রেসের নেতা বিধায়করা এ অনশন মঞ্চে হাজির থাকছেন।

সিপিএমের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, কংগ্রেস এ শিক্ষকদের বিভ্রান্ত করছে।
এনএসইউআই, যুবকংগ্রেসের পর গত বৃহস্পতিবার সকালে বিধায়ক আশিষ সাহার নেতৃত্বে কংগ্রেস কর্মী-সমর্থকরা কম্পিউটার ফ্যাকাল্টিদের অনশন মঞ্চের সামনে রাস্তা অবরোধ করে। দীর্ঘ ৩৮ মিনিট চলে এ অবরোধ। কম্পিউটার ফ্যাকাল্টিদের দাবির বিষয়ে মুখ্যমন্ত্রীকে সুস্পষ্ট জবাব দাবি করে তারা।

দীর্ঘক্ষণ রাস্তা অবরোধের পর পুলিশ বলপূর্বক তাদের সরিয়ে দেয়। অনেককে আটক করে নিয়ে যায়।

এ ব্যাপারে বিধায়ক আশিষ সাহা বলেন, কম্পিউটার ফ্যাকাল্টিরা ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করছে। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কংগ্রেস তাদের সঙ্গে থাকবে।

এদিন সদর উত্তরের বিভিন্ন স্থানেও ফ্যাকাল্টিদের সমর্থনে রাস্তা অবরোধে সামিল হয় কংগ্রেস কর্মীরা।

এদিকে ফ্যাকাল্টিদের আন্দোলন প্রত্যাহারের জন্য ইতিমধ্যেই রাজ্য বিদ্যালয় শিক্ষা দপ্তর আবেদন জানিয়ে আসলেও ফ্যাকাল্টিরা তাদের দাবিতে অনড়।

গত বুধবার মন্ত্রিসভার সিদ্ধান্তক্রমে তাদের ভাতা তিন হাজার থেকে বাড়িয়ে পাঁচ হাজার টাকা করা হয়েছে। সেদিন রাতেই সদর ডিসি এম সুব্রত দত্ত ফ্যাকাল্টিদের অনশন মঞ্চে এসে তাদের আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানান।

কিন্তু ফ্যাকাল্টি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শঙ্করী প্রসাদ বিশ্বাস বলেন, “যতদিন দাবি মানা হবে না ততদিন অনশন চলবে। প্রয়োজনে ফ্যাকাল্টিরা অনশন করে মৃত্যুবরণ করতেও পিছুপা হবে না।

এদিকে, দীর্ঘদিন অনশনের ফলে বেশ ক’জন ফ্যাকাল্টি ইতিমধ্যেই গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। ফলে বড় ধরনের অঘটনের আশঙ্কা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।