ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পালিয়ে যাওয়া নাগা জঙ্গীকে ধরতে হন্যে হয়ে ঘুরছে পুলিশ

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১২

আগরতলা (ত্রিপুরা): পালিয়ে যাওয়া নাগা জঙ্গিকে ধরতে হন্যে হয়ে ঘুরছে ত্রিপুরা রাজ্য পুলিশ। রাজ্যের বহু জায়গায় তার খোঁজে তল্লাশি চলছে।

বিষয়টি রাজ্য পুলিশের পক্ষ থেকে নাগাল্যান্ড রাজ্য পুলিশকেও জানানো হয়।

উল্লেখ্য, নাগাল্যান্ডের বেআইনি ঘোষিত চার কট্টর সন্ত্রাসবাদী জঙ্গি ধরা পড়েন ত্রিপুরায়। বুধবার রাতে গোয়েন্দা সূত্রে প্রাপ্ত খবরে পুলিশ তাদের গ্রেফতার করে। এ গ্রেফতার অভিযানের সময়ই ধৃত ৪ জনের অন্য এক সঙ্গী লাম্বা পালিয়ে যান।

গণ্ডাছড়া মহকুমার কচুছড়া ট্রাইজংশনে গোপন খবরের ভিত্তিতে গণ্ডাছড়া মহকুমার এসডিপিও মায়াজয় রুপেণীর নেতৃত্বে পুলিশ এনএসসিএন’র(আইজাক মুইভা) ওই চার জঙ্গিকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে খবর ছিল, রাজ্যে প্রবেশ করে নাগাল্যান্ডের ওই জঙ্গিরা গণ্ডাছড়ার জগদীশ দেবর্বমার বাড়িতে আশ্রয় নেন। সেখান থেকে টিআর ০৩-০৫০২ নম্বরের একটি অল্টো গাড়ি করে তারা শিলচড়ের উদ্দেশ্যে রওনা হন। তবে ওঁৎ পেতে থাকা পুলিশ গাড়িটিসহ চারজনকে আটক করলেও একজন পালিয়ে যান।

গ্রেফতারকৃত জঙ্গিরা হলেন, জনি নুতমা, কিভেন ডমিনিক, নকডুঙ্গ লাম ও মনম কুইনেক। জঙ্গিদের কাছ থেকে পুলিশ ২ লাখ ৪০ হাজার টাকা উদ্ধার করে। পালিয়ে যাওয়া জঙ্গি লাম্বার কাছে আরও ৫০ হাজার টাকা রয়েছে বলে ধৃত জঙ্গিরা পুলিশকে জানান।
 
পালিয়ে যাওয়ার পর থেকেই রাজ্য পুলিশ হন্যে হয়ে লাম্বার খোঁজ করলেও এখনো তার কোনো হদিস পায়নি।
বৃহস্পতিবার ধৃত চার জঙ্গিকে আদালতে তোলার কথা থাকলেও অধিক জিজ্ঞাসাবাদের জন্য আদালতে তোলা হয়নি বলে জানা গেছে।

সূত্রের খবর, নাগাল্যান্ড পুলিশও ধৃত জঙ্গিদের তদন্তের স্বার্থে নিজ রাজ্যে নিয়ে যেতে তৎপরতা চালিয়ে যাচ্ছে। এদিকে দফায় দফায় জিজ্ঞাসাবাদে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন ওই চার জঙ্গি। যদিও তদন্তের স্বার্থে পুলিশ এ ব্যাপারে কোনো মুখ খোলেনি।

আমবাসা থানায় ধৃত চার জঙ্গির বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১২
তন্ময় চক্রবর্তী/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।