ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

নাগা সন্ত্রাসীরা ৭ দিনের পুলিশ রিমান্ডে

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১২

আগরতলা (ত্রিপুরা): নাগাল্যান্ডের সন্ত্রাসীদের সাত দিনের পুলিশ রিমান্ডে দিয়েছে আদালত। তাদের আরও জিঞ্জাসাবাদ করার জন্যই রিমান্ডে নিয়েছে পুলিশ ।



উল্লেখ্য, গণ্ডাছড়া মহকুমার কচুছড়া ট্রাইজংশনে গোপন খবরের ভিত্তিতে পুলিশ বুধবার এন এস সি এন-র(আইজাক মুইভা) চার জঙ্গিকে গ্রেপ্তার করে। এ রাজ্যে প্রবেশ করে নাগাল্যান্ডের ওই জঙ্গিরা। তারা জগদীশ দেবর্বমার বাড়িতে আশ্রয় নেয়। সেখান থেকে     একটি অল্টো গাড়ি করে এরা শিলচরে যাবারপথে পুলিশ গাড়িটিসহ চারজনকে আটক করলেও একজন পালিয়ে যায়।

ধৃতরা হল জনি নুতমা, কিভেনডমিনিক, নকডুঙ্গ লাম ও মনম কুইনেক। তাদের কাছ থেকে পুলিশ ২লক্ষ ৪০ হাজার টাকা উদ্ধার করে।  

রাজ্য পুলিশ হন্যে হয়ে পালিয়ে যাওয়া লাম্বার খোঁজ  করলেও এখনো তার কোন হদিস পায়নি। এদিকে তাদেরকে গাড়ি ঠিক করে দেওয়ার সহযোগিতার জন্য গণ্ডাছড়ার জগদীশ চাকমাকেও আটক করে  পুলিশ। তাকেও আদালতে তোলা হয়।

বাংলাদেশ সময় : ১৪৪৪ ঘণ্টা, আগষ্ট ২৫, ২০১২
সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর  
kumar.sarkerbd@gmail.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।