ঢাকা, শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতীয় সংসদের বাইরে সারের মূল্যবৃদ্ধির প্রতিবাদ

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫২, আগস্ট ২৭, ২০১২
ভারতীয় সংসদের বাইরে সারের মূল্যবৃদ্ধির প্রতিবাদ

নয়াদিল্লিঃ সারের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং বেহাল জাতীয় সড়ক মেরামতিসহ একাধিক দাবিতে সোমবার ভারতীয় সংসদের বাইরে অবস্থান বিক্ষোভ করলেন তৃণমূল সাংসদরা।

তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, “সংসদ অচল থাকায় সংসদের বাইরে কৃষকদের দুর্দশার কথা বলতে হচ্ছে।



তিনি বলেন, “সারের মূল্যবৃদ্ধির ফলে সমস্যায় পড়ছেন কৃষকরা। সম্প্রতি ইউপিএ-র সমন্বয় কমিটির বৈঠকে সারে ভর্তুকি দেওয়ার জন্য কেন্দ্রের কাছে আবেদনও জানিয়েছেন মমতা ব্যানার্জি।

এদিকে তৃণমূলের এই কর্মসূচিকে কটাক্ষ করেছেন দলের বিদ্রোহী সাংসদ কবীর সুমন৷ তবে তিনি বলেছেন, “সারের দামবৃদ্ধির প্রসঙ্গে আন্দোলন করাই উচিত। ”

কিন্তু তিনি নিজে ওই আন্দোলন কর্মসূচিতে অংশ নেননি, কারণ তাকে জানানোই হয়নি, বললেন তৃণমূল সাংসদ৷ তিনি বলেন, “ওই বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চাওয়া শিলাদিত্য চৌধুরীকে গ্রেফতার করাও ঠিক হয়নি সরকারের।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১২
আরডি/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।