নয়াদিল্লি: ২৬/১১-এর মুম্বাই নাশকতার ৪ বছর পর বুধবার পাকিস্তানি জঙ্গি আজমল কাসাবের আপিল খারিজ করে তার মৃত্যুদণ্ডের আদেশ বহাল রেখেছেন ভারতের সুপ্রিম কোর্ট।
২০১০ সালের ৬ মে মুম্বাই হামলায় ধরা পড়া একমাত্র পাকিস্তানি জঙ্গি আজমল কাসাবের (২৫) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিলেন মুম্বাইয়ের ‘অ্যান্টি টেরর’ আদালত।
ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানান কাসাব। ভারতের শীর্ষ আদালতকে তিনি জানান, তার মগজ ধোলাই করা হয়েছিল। সে কারণেই তিনি ২৬/১১-এর মতো অপকর্ম করেন। তিনি মৃত্যুদণ্ডের বদলে যাবজ্জীবন কারাদণ্ডের আবেদন করেন।
২০১১ সালের ১০ অক্টোবর কাসাবের প্রাণদণ্ডে স্থগিতাদেশ জারি করে সুপ্রিম কোর্ট। তার পক্ষে আইনজীবী হিসেবে রাজু রামচন্দ্রনকে নিয়োগ করে বিচারপতি আফতাব আলম ও বিচারপতি সি কে প্রসাদের বেঞ্চ।
বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১২
আরডি/এজে