নয়াদিল্লি: জোট নিরপেক্ষ দেশগুলির সংগঠন ন্যাম-এর শীর্ষ সম্মেলনে সন্ত্রাসবাদের প্রসঙ্গ তুলে সবাইকে একসঙ্গে লড়াইয়ের আহ্বান জানালেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং।
প্রধানমন্ত্রী তার বক্তৃতায় আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, গণবিধ্বংসী অস্ত্রের প্রসার এবং চোরাচালান ও ক্রমবর্ধমান সাইবার অপরাধকে গুরুতর বিপদ হিসেবে উল্লেখ করে এসব বিপদের বিরুদ্ধে পারস্পরিক সমন্বয়ের ভিত্তিতে লড়াই করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন।
এদিন তার ভাষণে সিরিয়ার চলতি রাজনৈতিক সংকটের প্রসঙ্গও উল্লেখ করে দেশটির পরিস্থিতির অবনতি হওয়ার ঘটনা উদ্বেগজনক আখ্যা দিয়ে মনমোহন বলেন, সার্বিকভাবে গ্রহণযোগ্য নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে এবিষয়ে ন্যামকে নিজের অবস্থান নিতে হবে।
তিনি বলেন, বিশ্বের বর্তমান প্রশাসনিক কাঠামো চলতি আর্থিক ও রাজনৈতিক সংকট মোকাবিলার ক্ষেত্রে উপযুক্ত নয়। অতীতের ক্ষমতার সমীকরণের ভিত্তিতে বর্তমানের বিশ্ব প্রশাসনিক কাঠামো পরিচালিত হচ্ছে।
বাংলাদেশ সময়: ০১২০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১২
আরডি/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর