ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গে বৃষ্টি

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১২

কলকাতা: নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার সকাল থেকে কলকাতাসহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে শুরু হয়েছে বৃষ্টি।

বুধবার সকালের পর থেকে মেঘ কেটে যাওয়ার ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

নিম্নচাপটি এখন ছত্রিশগড়ের দিকে সরে গেছে।   মৌসুমী বায়ু এই মুহূর্তে পশ্চিবঙ্গের ওপর সক্রিয়।

তার প্রভাবেই আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে কয়েক পশলা ভারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

এবছর বর্ষার মরশুম শুরু হওয়ার পর এটাই দ্বিতীয় নিম্নচাপ। এবছর দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের ঘাটতির পরিমাণ ১৯ শতাংশ। বর্ষার মরসুম শেষ হওয়া পর্যন্ত এই ঘাটতি পূরণ হয়ে যাওয়ার আশা করছে আলিপুর আবহাওয়া দফতর।

এদিকে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিকে সরে যাওয়া নিম্নচাপের প্রভাবে দেশের মধ্য ও উত্তর অংশে বৃষ্টি বাড়বে। সেক্ষেত্রে গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশে ভারি থেকে অতিভারি বৃষ্টির সতর্কতা রয়েছে মৌসম ভবনের তরফে।    

রাজ্যের দীঘার মৎসজীবীদের জন্য সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। মৎসজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। যারা মাছ ধরতে গেছেন তাদের ফিরে আসতে বলা হয়েছে।

সমুদ্রে স্নান করার ক্ষেত্রে পর্যটকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন। বাড়ানো হয়েছে সমুদ্র সৈকতের নজরদারি।  
বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১২
আরডি/ জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।