আগরতলা (ত্রিপুরা): কংগ্রেসে যোগ দিলেন সিপিএমের তাত্ত্বিক নেতা প্রবীর চক্রবর্তী। এদিকে ১৩ দফা দাবিতে মহাকরণ অভিমুখে মিছিল করল কংগ্রেস।
১৩ দফা দাবিতে বুধবার প্রদেশ কংগ্রেসের উদ্যোগে মহাকরণ অভিমুখে মিছিল উপলক্ষে আয়োজিত জনসভায় আনুষ্ঠানিকভাবে সিপিআইএম ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন আগরতলা পৌর পারিষদের প্রাক্তন ভাইস চেয়ারম্যান প্রবীর চক্রবর্তী।
প্রদেশ কংগ্রেস সভাপতি সুদীপ রায় বর্মন এবং কেন্দ্রীয় অর্থ দফতরের রাষ্ট্রমন্ত্রী নমনারায়ণ মিনা এদিন আনুষ্ঠানিকভাবে তাকে কংগ্রেস দলে স্বাগত জানান।
জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বর্তমান সিপিআইএম নানা দুর্নীতিতে জড়িয়ে পড়েছে বলে গুরুতর অভিযোগ করেন প্রবীর চক্রবর্তী। এছাড়া ভোগবাদী মানসিকতা ও সংসদীয় গনতন্ত্রের প্রতি ঝোঁকের কারণে সি পি আই এম নেতারা নানা দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন। জনগণের সঙ্গে সম্পর্ক এখন তলানীতে গিয়ে ঠেকেছে।
এই জনসভায় কেন্দ্রীয় অর্থ দফতরের রাষ্ট্রমন্ত্রী নমনারায়ণ মিনা বামফ্রন্ট সরকারের সমালোচনা করে বলেন, গত ২০ বছরে রাজ্য সরকার ২০% কেন্দ্রীয় অর্থবরাদ্দ খরচ করতে পারেনি। কেন্দ্রীয় প্রকল্পের সঠিক বাস্তবায়ন এ রাজ্যে হচ্ছেনা বলে তিনি অভিযোগ করেন।
জনসভা থেকে বিধায়ক গোপাল রায়ের নেতৃত্বে ১০ সদস্য’র একটি প্রতিনিধিদল মহাকরনে গিয়ে মুখ্য সচিবের হাতে ১৩ দফা দাবি সম্মিলিত স্মারক লিপি প্রদান করেন।
এরআগে আই জি এম চৌমুহনী থেকে এক সুসজ্জিত মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সার্কিট হাউসের সামনে এসে জনসভায় মিলিত হয়। কংগ্রেসের সব নেতা এবং বিধায়করা উপস্থিত থাকলেও মিছিলে এবং জনসভায় ছিলেন না ৩ বিধায়ক। িএরা হলেন, সুবল ভৌমিক, সুরজিৎ দত্ত এবং দিলীপ সরকার।
বাংলাদেশ সময় : ১১৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১২
সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
kumar.sarkerbd@gmail.com