ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

২০ সেপ্টেম্বর ভারত জুড়ে হরতালের ডাক এনডিএ`র

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১২

নয়াদিল্লি: দুর্নীতিসহ একাধিক ইস্যুতে আগামী ২০ সেপ্টেম্বর ভারত জুড়ে হরতালের ডাক দিল বিরোধী জোট এনডিএ। প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদভানি শনিবার এ ঘোষণা দেন।



এদিন তিনি অভিযোগ করেন, কোল ব্লক কেলেঙ্কারিসহ নানা দুর্নীতিতে এ সরকার জড়িত।

এদিন আদভানি তার ব্লগে বলেন, “এমন একটা সময়ে এ সরকার বহু ব্র্যান্ডের খুচরো ব্যবসায় ৫১ শতাংশ এফডিআই (খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগ) অনুমোদন করল, যখন দেশে কোল ব্লক কেলেঙ্কারি নিয়ে আলোড়ন চলছে। ”

তিনি বলেছেন, “নানা মহলের অভিমত, বিতর্কের ফোকাসটা দুর্নীতি থেকে সংস্কারের দিকে সরানোর চেষ্টা হচ্ছে। সেজন্যই বহু ব্র্যান্ডের খুচরো ব্যবসায় এফডিআইয়ে সম্মতি দেওয়ার সিদ্ধান্ত। কিন্তু কেন্দ্র যদি ভেবে থাকে এ লক্ষ্য সফল হবে, তাহলে বড় ভুল করবে। ”

মনমোহন সিং সরকার হারাকিরি করছে বলেও মন্তব্য করেন তিনি।

এদিতে, ২০ সেপ্টেম্বর ডিজেলের মূল্যবৃ্দ্ধি ও খুচরোয় এফডিআই প্রত্যাহারের দাবিতে বাম শিবির, সমাজবাদী পার্টি, জেডিইউ, বিজেডি আলাদাভাবে প্রতিবাদ দিবস পালন করবে।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১২
আরডি/ জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।