কলকাতা: ডিজেলের মুল্যবৃদ্ধি, বহু ব্র্যান্ডের খুচরো ব্যবসায় বিদেশি লগ্নি (এফডিআই) সংক্রান্ত সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য ইউপিএ-২ সরকারতে ৭২ ঘণ্টার সময়সীমা দেওয়ার পর এবার কেন্দ্রীয় মন্ত্রিসভা ছাড়ার হুমকি দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
কেন্দ্র সরকারের এ সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার কলকাতার রাজপথে নেমে মিছিল করেন তিনি।
মিছিল শেষে সভায় মুখ্যমন্ত্রী কড়া ভাষায় বলেন, “মঙ্গলবারের মধ্যে কেন্দ্র যদি সিদ্ধান্ত প্রত্যাহার না করে, সেক্ষেত্রে, তারাই সিদ্ধান্ত নেবেন৷ মানুষ যেন ভুল না বোঝে। মানুষের স্বার্থেই সিদ্ধান্ত। সেই সিদ্ধান্ত যতই কঠোর হোক না কেন। ”
তবে সরকারের উপর থেকে তৃণমূল সমর্থন প্রত্যাহার করছে না জানিয়ে তিনি বলেন, “এনডিএ আমলে এক বার তৃণমূল সমর্থন প্রত্যাহার করে নেয়৷ কিন্তু সরকার ছেড়ে বেরিয়ে আসায় মানুষ তাদের ভুল বোঝে। ”
বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১২
আরডি/ জেডএম