ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ক্ষুব্ধ মমতার কেন্দ্রীয় মন্ত্রিসভা ছাড়ার ইংগিত

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১২
ক্ষুব্ধ মমতার কেন্দ্রীয় মন্ত্রিসভা ছাড়ার ইংগিত

কলকাতা: ডিজেলের মুল্যবৃদ্ধি, বহু ব্র্যান্ডের খুচরো ব্যবসায় বিদেশি লগ্নি (এফডিআই) সংক্রান্ত সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য ইউপিএ-২ সরকারতে ৭২ ঘণ্টার সময়সীমা দেওয়ার পর এবার কেন্দ্রীয় মন্ত্রিসভা ছাড়ার হুমকি দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

কেন্দ্র সরকারের এ সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার কলকাতার রাজপথে নেমে মিছিল করেন তিনি।

সুবোধ মল্লিক স্কোয়্যার থেকে মিছিল শুরু হয়ে মেয়ো রোড গান্ধির মূর্তির পাদদেশে শেষ হয়।

মিছিল শেষে সভায় মুখ্যমন্ত্রী কড়া ভাষায় বলেন, “মঙ্গলবারের মধ্যে কেন্দ্র যদি সিদ্ধান্ত প্রত্যাহার না করে, সেক্ষেত্রে, তারাই সিদ্ধান্ত নেবেন৷ মানুষ যেন ভুল না বোঝে। মানুষের স্বার্থেই সিদ্ধান্ত। সেই সিদ্ধান্ত যতই কঠোর হোক না কেন। ”

তবে সরকারের উপর থেকে তৃণমূল সমর্থন প্রত্যাহার করছে না জানিয়ে তিনি বলেন, “এনডিএ আমলে এক বার তৃণমূল সমর্থন প্রত্যাহার করে নেয়৷ কিন্তু সরকার ছেড়ে বেরিয়ে আসায় মানুষ তাদের ভুল বোঝে। ”

বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১২
আরডি/ জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।