ঢাকা, বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

হাওড়ায় বাসের তলায় ছাত্র পিষ্ঠ

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৮, অক্টোবর ১৭, ২০১২

কলকাতা : পশ্চিমবঙ্গের হাওড়ার পিলখানায় বুধবার দুপুরে বাসের তলায় পিষ্ঠ হয়ে এক ছাত্র নিহত হয়েছে। বাসটি হাওড়া থেকে মুকুন্দপুর যাচ্ছিল।



এদিন, তিন স্কুল ছাত্র বাসভাড়া না দেওয়ায় তাদের কন্ডাকটার বাস থেকে নামিয়ে দেয়। নামতে গিয়ে একছাত্র বাসের পেছনের চাকায় পিষে যায়। তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।

এরপরে উত্তেজিত জনতা বাসটিতে আগুন লাগিয়ে দেয়। তাদের দাবি বাসচালক ও কন্ডাকটারকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে এলাকায় র‌্যাফ নামানো হয়।

বাংলাদেশ সময় : ২০৫২ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১২
আরডি/সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর  
kumar.sarkerbd@gmail.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।