ঢাকা, বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

শ্রদ্ধা নিবেদনের জন্য সুনীলের মরদেহ রবীন্দ্রসদনে

রক্তিম দাশ. ব্যুরো চিফ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩২, অক্টোবর ২৫, ২০১২
শ্রদ্ধা নিবেদনের জন্য সুনীলের মরদেহ রবীন্দ্রসদনে

পিস হেভেন (কলকাতা): ইট, কাঠ, কংক্রিটের পৃথিবীকে ছেড়ে নীল দিগন্তের পথে `নীললোহিত` নামে খ্যাত কবি-সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার সকাল ১০টায় পিস হেভেনের হিমঘর থেকে বের করে নিয়ে আসা হয় আধুনিক বাংলা সাহিত্যের `কৃত্তিবাস` এ লেখকের নিথর দেহ।



এদিন সকাল ৯টায় পিস হেভেন এসে উপস্থিত হন কবিপুত্র সৌভিক, কবি শ্রীজাত, কবি সৌমিত্র মিত্র। তাকে শেষবার দেখার জন্য পিস হেভেনের সামনে ফুল,মালা হাতে জড়ো হয়েছিলেন অগণিত ভক্ত, পাঠক। অশ্রুসজল চোখে হাজার হাজার সুনীল-প্রেমী বিদায় জানালেন তাঁদের প্রিয় সাহিত্যিককে।

এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হয় আনন্দবাজার পত্রিকার দফতরে। পরে সকাল দশটা পঁয়তাল্লিশে রবীন্দ্রসদনে। বেলা সাড়ে বারোটা পর্যন্ত তার মরদেহ সাধারণ মানুষের শ্রদ্ধাজ্ঞাপনের জন্য এখানেই রাখা হবে। পরে পরিবারের সিদ্ধান্ত মোতাবেক তাকে দাহ করা হবে।

বাংলাদেশ সময়: ১১২৫ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১২
আরডি/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।