ঢাকা, বৃহস্পতিবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় বড়সড় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩১, নভেম্বর ২৪, ২০১২

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরায় বড়সড় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। রাজ্যের তৃণমূল হেভিওয়েট নেতা মতি সাহা দল ছেড়ে যোগ দিয়েছেন কংগ্রেসে।



তিনি রাজ্যের প্রাক্তন মন্ত্রী। আগে অবশ্য কংগ্রেসেই ছিলেন। কমলাসাগর এবং চড়িলাম বিধানসভা কেন্দ্র থেকে তিনি দুইবার জিতে বিধায়ক হন। পরবর্তী সময়ে মন্ত্রীও হন।

রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী তার দলবল নিয়েই ফিরেছেন তার পুরনো কংগ্রেসে।

এদিন তার হাতে ফুল দিয়ে স্বাগত জানিয়েছেন, কংগ্রেসের প্রদেশ সভাপতি সুদীপ রায় বর্মণ।

তিনি বলেন, “মতি সাহা কোনো শর্তে দলে আসেননি। এসেছেন রাজ্য থেকে সিপিএমকে উৎখাত করার স্বপ্ন নিয়ে। ”

মতি সাহা সাংবাদিকদের জানান, “আমি অন্য কিছু চাই না। রাজ্য থেকে বামফ্রন্টকে হটাতে চাই। তৃণমূল কংগ্রেসে থেকে এ কাজ করা যাবে না। তাই কংগ্রেসে ফিরে এসেছি। ”

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১২
তন্ময় চক্রবর্তী/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।