ঢাকা, বৃহস্পতিবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

সুব্রত বাইন ১৩ দিনের রিমান্ডে

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৫, নভেম্বর ২৮, ২০১২
সুব্রত বাইন ১৩ দিনের রিমান্ডে

কলকাতা: কলকাতার বউবাজারের একটি হোটেল থেকে আটক বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে বুধবার আদালতে হাজির করে ১৩ দিনের রিমান্ডে নিল কলকাতা পুলিশ।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় নেপালের জেল থেকে সুড়ঙ্গ খুঁড়ে পলাতক এই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করে কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ)।

আটকের সময় তার কাছে পাওয়া যায় ১১ লাখ রুপির বাংলাদেশ ও ভারতের জাল নোট ও একটি নাইন এমএম পিস্তল।

বুধবার বিকেলে তাকে কলকাতার নগর দায়রা আদালত(ব্যাঙ্কশাল কোর্টে) হাজির করা হয়। তার বিরুদ্ধে  ১২০, ১২০বি, ৪৮৯, ও ২৫ ভারতীয় দণ্ডবিধি আইনে রাষ্ট্রদ্রোহিতা, অস্ত্র আইনসহ একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়।
পরে বিচারক দিলরুবা হোসেন ১৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১২
আরডি/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর  eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।