ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গ যাচ্ছেন ভারতীয় স্বরাষ্ট্র সচিব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৩

কলকাতা: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনায় অংশ নিতে মঙ্গলবার পশ্চিমবঙ্গের নতুন প্রশাসনিক ভবনে ‘নবান্নে’ আসছেন ভারতের স্বরাষ্ট্র সচিব অনিল গোস্বামী।
 
বাংলাদেশে উদ্ভূত রাজনৈতিক সমস্যার ফলে ভারত-বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা এবং উত্তরবঙ্গে কামতাপুরি আন্দোলনের নতুন সক্রিয়তা নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।



আলোচনায় বাংলাদেশের নির্বাচনের আগে শুরু হওয়া রাজনৈতিক অস্থিরতায় সীমান্তবর্তী জেলা উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনার নিরাপত্তায় বিশেষ নজর দেওয়া হতে পারে।

আলোচনায় জলপাইগুড়িতে সম্প্রতি বোমা বিস্ফোরণ বিষয়ে রাজ্য সরকারের প্রতিনিধিরা স্বরাষ্ট্র সচিবকে অবহিত করবেন। এছাড়া জালনোট পাচার, সীমান্ত দিয়ে হওয়া ব্যবসার ক্ষেত্রে বিশেষ সুরক্ষার বিষয়ও আলোচনায় গুরুত্ব পাবে।

আলোচনায় পশ্চিমবঙ্গের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং বিএসএফ’র প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলেও আশা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৩
সম্পাদনা: জাকারিয়া খান ও আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।