ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতা লিটারারি ফেস্টিভ্যালে আমির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৪
কলকাতা লিটারারি ফেস্টিভ্যালে আমির

কলকাতা: হঠাৎ কলকাতায় হাজির আমির খান। তবে কোনো ছবির প্রচারে নয়।

ইতোমধ্যেই তার ছবি ‘ধুম-৩’ বক্স অফিসের সব রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে। কিন্তু এদিন কলকাতায় আমির এলেন সম্পূর্ণ অন্য এক কারণে।

বুধবার কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে শুভ উদ্বোধন করা হলো ষষ্ঠ ‘কলকাতা লিটারারি ফেস্টিভ্যাল’।

আর উদ্বোধনী অনুষ্ঠানেই জানালেন, আগামীতে তারই পূর্বস‍ূরী মৌলানা আবুল কালাম আজাদের উপর একটি সিনেমা তৈরির পরিকল্পনার কথা।

ষষ্ঠবারের মতো আয়োজিত এ সাহিত্য উৎসবে প্রায় ৬০ জন ইউরোপীয় লেখক ছাড়াও থাকবেন ভারতসহ পৃথিবীর বিভিন্ন প্রান্তের লেখকরা।

উৎসব উপলক্ষে কলকাতার টালিগঞ্জ ক্লাব, সেন্ট জন অ্যাংলিকান চার্চ, ভিক্টোরিয়া মেরিয়াল হলে সাহিত্য বিষয়ে আলোচনা সভার আয়োজন করা হবে।

এছাড়াও উৎসবে থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। উৎসব চলবে ১৩ জানুয়ারি পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, জানুয়ারি০ ৯, ২০১৪
সম্পাদনা: জাকারিয়া খান, নিউজরুম এডিটর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।