ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

নস্টালজিয়ায় প্রণব মুখোপাধ্যায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৪
নস্টালজিয়ায় প্রণব মুখোপাধ্যায় প্রণব মুখোপাধ্যায়

কলকাতা: অনেক বছর আগের স্মৃতিতে ফিরে গেলেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। শুক্রবার কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের সমাবর্তন অনুষ্ঠানের মঞ্চে পা রাখার পর এমনই অনুভূতি তাঁর।



অজান্তে ভেসে যান তীব্র নস্টালজিয়ায়। রাষ্ট্রপতি হওয়ার আগে প্রণব মুখোপাধ্যায় এই প্রতিষ্ঠানের পরিষদে টানা আট বছর চেয়ারম্যান হিসাবে কাজ করেছেন। শুরু হয়েছিল খুব ছোট আকারে।

দিনে দিনে প্রতিষ্ঠানের উত্কর্ষের শিখরে পৌঁছে যায়। গবেষণার মান এখন বিশ্বমানের। মেধার নিরিখে এই প্রতিষ্ঠানের সম্ভাবনা আরও বাড়ছে। আর তাতে গর্বিত স্বয়ং রাষ্ট্রপতি। প্রযুক্তির সাহায্য নিয়ে তৈরি হচ্ছে এক নয়া প্রজেক্ট।

দেশের নকল টাকার পরিমাণ জানতে সাহায্য করবে সেই প্রজেক্ট। এদিন আইএসআইয়ের ৪৮ তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে রাষ্ট্রপতি আলবার্ট কাম্যুকে স্মরণ করেন।

প্রত্যেকের সঠিক তথ্য জানতে স্ট্যাটিস্টিক্স কত প্রয়োজন তা মনে করিয়ে দেন। চলতি বছরের সঙ্গে ১৯৪৭ সালের ক্যালেন্ডার হবহু এক। একথা উঠে আসে রাষ্ট্রপতির বক্তব্যে।

দেশের প্রত্যেক নাগরিকের সাফল্য এবং উন্নতি প্রার্থনা করেন তিনি। অনুষ্ঠানে ছিলেন রাজ্যপাল এম কে নারায়ণন, প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যাণ্টনি, প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা তথা আইএসআইয়ের সভাপতি সি রঙ্গরাজন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৪
সম্পাদনা: সুকুমার সরকার, আউটপুট এডিটর কো-অর্ডিনেশন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।