ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

উপকূল সুরক্ষা ও স্বাস্থ্য শিবির পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৪
উপকূল সুরক্ষা ও স্বাস্থ্য শিবির পালিত

কলকাতা: শনিবার শেষ হোল ‘উপকূল  সুরক্ষা সচেতনতা প্রচার ও স্বাস্থ্য শিবির’। বুধবার এই শিবিরের উদ্বোধন করেন রাজ্যপাল কে আর নারায়ণন।



ভারতীয় সেনা বাহিনীর তরফে এই প্রচারের আয়োজন করা হয়।

উপকুলে মৎস্যজীবী সম্প্রদায়ের মাধ্যমে উপকূলের সুরক্ষা আরও জোরদার করাই এই শিবিরের উদ্দেশ্য।

১৬টি মোটর সাইকেলে চড়ে ৩২ জনের একটি দল প্রায় ৭০০ কিলোমিটার উপকূল সুরক্ষা নিয়ে  প্রচার করেন। এই দলটি ডায়মন্ড হারবার থেকে কাঁথি পর্যন্ত সফর করেন।

এর মধ্যে উপকূল সুরক্ষা বাহিনীর জাওয়ানরা ছাড়াও ছিলেন মৎস্যজীবী এবং উপকূল পুলিশ।

উপকূলের বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।

এই দলের সঙ্গে ছিল অ্যাম্বুলেন্স, চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদের একটি বিশেষ দল।

শনিবার উপকূল রক্ষী বাহিনীর (উত্তর-পূর্ব) আঞ্চলিক কম্যান্ডার এবং ইনস্পেক্টর জেনারেল কে সি পাণ্ডে দলটিকে কলকাতায় সাদর অভ্যর্থনায় গ্রহণ করেন।

উপস্থিত ছিলেন অতিরিক্ত মুখ্য সচিব এবং অতিরিক্ত স্বরাষ্ট্র সচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।