ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতা বই মেলায় পালিত হলো বাংলাদেশ দিবস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪১, ফেব্রুয়ারি ৫, ২০১৪

কলকাতা: বুধবার ৩৮তম কলকাতা বই মেলায় পালিত হলো ‘বাংলাদেশ দিবস’। এ উপলক্ষে মেলার এসবিআই অডিটোরিয়ামে “ সভ্যতার জন্য গ্রন্থ, গ্রন্থের জন্য সভ্যতা” শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।



কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার আবিদা ইসলামের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, সংস্কৃতি সচিব ড. রঞ্জিত কুমার বিশ্বাস।

এছাড়াও মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের শিক্ষা  সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী, বাংলা একাডেমির মহা পরিচালক শামসুজ্জামান খান, নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক রশিদ হায়দার, জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক কবি অসীম সাহা এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ওসমান গণি।

আলোচনা সভার আগে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর কবি কামাল চৌধুরীর কলকাতা প্রকাশিত একটি কবিতার বইয়ের আবরণ উন্মোচন করেন।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।