ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

নারী দিবসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচারণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, মার্চ ৮, ২০১৪
নারী দিবসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচারণা

কলকাতা: আন্তর্জাতিক নারী দিবসেই লোকসভা নির্বাচনের প্রচারের কাজ শুরু করলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এ উপলক্ষে কলকাতার কলেজ স্কয়ার থেকে ধর্মতলা পর্যন্ত একটি মিছিলের নেতৃত্ব দেন তিনি।



সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মহিলা শাখার উদ্যোগে আয়োজিত মিছিলে সংগঠনের সব নারীমন্ত্রী ও নেত্রী এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার কয়েক হাজার নারী উপস্থিত ছিলেন।

যদিও তারকা প্রার্থীরা উপস্থিত না থাকায় কিছুটা হতাশ হয়েছেন জেলা থেকে আগত তৃণমূলের সে সব নারী কর্মীরা।

এ মিছিলের পুরোভাগে ছিল একটি ট্যাবলো। মিছিলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিভিন্ন পোস্টার প্রদর্শিতহয়। তবে মিছিলের মূল সুর ছিল আগামী লোকসভা নির্বাচন। মিছিলে বিভিন্ন পোস্টার-ব্যানারের মাধ্যমে তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরা হয়।

লোকসভা নির্বাচনের দিন ঘোষণার পরে কলকাতায় এই প্রথম কোনো বড় রাজনৈতিক দলের মিছিল সংগঠিত হলো। রাজনৈতিক মহল মনে করছে, এর মধ্য দিয়েই অন্য দলগুলির প্রচার কাজ থেকে এক ধাপ এগিয়ে থাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ধর্মতলায় একটি মঞ্চ থেকে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পদযাত্রার সমাপ্তি ঘোষণা করেন রাজ্যর মন্ত্রী তথা তৃণমূল নেত্রী সাবিত্রী মিত্র।

বাংলাদেশ সময়: ২০০২  ঘণ্টা, মার্চ ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।