ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে ব্যাপক আয়োজনে দোল উৎসব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৪
পশ্চিমবঙ্গে ব্যাপক আয়োজনে দোল উৎসব

কলকাতাঃ গোটা ভারতসহ পশ্চিমবঙ্গে উদযাপিত হচ্ছে রংয়ের উৎসব দোল। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল স্তরের মানুষ সামিল হয়েছেন এই রংয়ের উৎসবে।

আবিরের উৎসবে রঙিন হয়ে উঠেছে তিলোত্তমা কলকাতা।

ছোটরা বড়দের পায়ে আবির দিয়ে উৎসবের আনন্দে সামিল হচ্ছে। এরপর সারা দিন ধরে চলবে এই আবির খেলা।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দোল উৎসবে রাজ্য বাসীকে অভিনন্দন জানিয়েছেন।

পশ্চিমবঙ্গের বোলপুর শান্তিনিকেতনে দোল উৎসব উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কলকাতার বিভিন্ন জায়গাতেও দোল উৎসব উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

দোল উৎসবকে কাজে লাগিয়ে জনসংযোগে নেমে পড়েছেন বিভিন্ন দলের লোকসভা নির্বাচনের প্রার্থীরাও।

নদিয়ার মায়াপুরে আবিরের উৎসবে মাতোয়ারা হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার মানুষ সহ বিদেশ থেকে আগত হাজারো পর্যটকরা।

বাংলাদেশ সময়:  ১১০০  ঘণ্টা,  মার্চ ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।