ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সংসদের প্রবেশ পথে মোদীর প্রণাম

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, মে ২০, ২০১৪
সংসদের প্রবেশ পথে মোদীর প্রণাম ভারতীয় পার্লামেন্টের প্রবেশ পথে শষ্টাঙ্গ প্রণাম করলেন নরেন্দ্র মোদী

ঢাকা: রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে বিকালে দেখা করতে যাওয়ার আগেই দুপুরে ভারতীয় পার্লামেন্টের প্রবেশ পথে শষ্টাঙ্গ প্রণাম করলেন ভারতীয় জনতা পার্টি-বিজেপির সংসদীয় প্র্রতিনিধি দলের নেতা ও মনোনীত প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদী।

ভারতীয় সংবাদ মাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়েছে।



এর আগে নরেন্দ্রভাই দমোদরদাস মোদীকে ভারতের  নতুন প্রধানমন্ত্রী হিসেবে নাম প্রস্তাব করেছেন ভারতীয় জনতা পার্টির বিজেপির সিনিয়র নেতা এল কে আদভানি।

টাইমস অফ ইন্ডিয়ার এক সংবাদে বলা হয়েছে, মঙ্গলবার বিকালে ১৫ সদেস্যের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন গুজরাটের এ মুখ্যমন্ত্রী।

এর আগেই অবশ্য এনডিএ প্রতিনিধিরা সরকার গড়ার জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন জানাবেন বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে।

তার পরেই রাষ্ট্রপতি প্রণব মুখার্জি মোদীকে সরকার গড়ার আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাতে পানে।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, মে ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।