ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আফতাবের ফাঁসি রদ করে যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, মে ২১, ২০১৪
আফতাবের ফাঁসি রদ করে যাবজ্জীবন ছবি: ফাইল ফটো

কলকাতাঃ কলকাতার আমেরিকান সেন্টারে জঙ্গি হামলার দুই প্রধান অভিযুক্ত আফতাব আনসারি এবং জালাউদ্দিন নাসেরের দেওয়া হর দীর্ঘ কারাবাস। সোমবার নতুন এই সাজা ঘোষণা করল ভারতের সর্বোচ্চ আদালত।



জঙ্গি হামলার ঘটনায় সাজা হিসেবে আফতাব আনসারিকে যাবজ্জীবন কারাবাস এবং জালাউদ্দিন নাসেরকে ৩০ বছরের কারাবাস দিয়েছে আদালত।

এর আগে নিম্ন আদালত এই দুজন সহ এই ঘটনার সঙ্গে যুক্ত মোট ৪ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিল। এর পর অপরাধীদের তরফ থেকে কলকাতা উচ্চ আদালতে মৃত্যু দণ্ড রদ করার আবেদন জানান হয়েছিল ।

কিন্তু সেই আবেদনে সাড়া না দিয়ে নিম্ন আদালতের আদেশকেই বজায় রেখেছিল কলকাতা উচ্চ আদালত।
এরপর অপরাধীদের তরফে সুপ্রিম কোর্টে আবেদন করা হলে আদালত মৃত্যুদণ্ড খারিজ করে কারাদণ্ডের সাজা ঘোষণা করে।

২০০২ সালের ২২ জানুয়ারি কলকাতার আমেরিকান সেন্টারে প্রহরারত পুলিশদের উপর হামলা চালায় এক দল সন্ত্রাসী। এই হামলায় ৪ পুলিশ সদস্য নিহত এবং ১৪ জন আহত হন।

জঙ্গি হামলার মূল পাণ্ডা ছিল আফতাব আনসারি। ঘটনার বেশ কিছুদিন পরে সিবিআই তাকে গ্রেপ্তার করে।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, মে ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।