ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

থানার মধ্যে শ্লীলতাহানি

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, জুন ১২, ২০১৪
থানার মধ্যে শ্লীলতাহানি ছবি: সংগৃহীত

ঢাকা: ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এল ভারতের উত্তর প্রদেশ রাজ্য। এবার অভিযোগ উঠল পুলিশ সদস্যরা থানার মধ্যেই এক নারীকে পালা করে গণধর্ষণ করেছে।



অর্থাৎ কিনা রক্ষকই আবির্ভূত হল ভক্ষকের ভূমিকায়। উত্তর প্রদেশের রাজ্যবদুয়াঁর পর আরও একবার ধর্ষণের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। এক নারী চার পুলিশকর্মীর বিরুদ্ধে তাঁকে ধর্ষণের অভিযোগ আনলেন।

উত্তর প্রদেশ রাজ্যের হামিরপুরের নিগৃহীতা মহিলা অভিযোগ করেন তাঁর স্বামীর মামলা নিয়ে কথা বলতে তিনি বুধবার রাত সাড়ে ১১টার দিকে পুলিশ স্টেশনে যান।

ওই নারী অভিযোগ করেন সেই সময়ে থানায় এক সাব-ইন্সপেক্টর ছাড়া আর কেউ ছিল না। ওই সাব-ইন্সপেক্টর মহিলাকে নিজের ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে তার সঙ্গে যোগ দেয় আরও তিন পুলিশ সদস্য।

অভিযুক্ত সাব ইন্সপেক্টরকে গ্রেপ্তার করা হলেও তিন কনস্টেবল এখনও ফেরার। নিগৃহীতা মহিলার অভিযোগের ভিত্তিতে চার অভিযুক্তের বিরুদ্ধেই এফআইআর দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, জুন ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।