ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

হেলিকপ্টারে দুর্নীতি

পশ্চিমবঙ্গের রাজ্যপালকে জেরা করবে সিবিআই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, জুন ২৭, ২০১৪
পশ্চিমবঙ্গের রাজ্যপালকে জেরা করবে সিবিআই

কলকাতা: পশ্চিমবঙ্গের রাজ্যপাল এম কে নারায়ণনকে ভিআইপি চপার কেনা সংক্রান্ত মামলায় জেরা করবে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সেন্টার ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)। সিবিআই সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।



২০১০ সালে স্বাক্ষর হওয়া ৩ হাজার ৬ শত কোটি রুপির এই চুক্তি নিয়ে ভারতে বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ হেলিকপ্টার নির্মাণকারী ইটালীয় সংস্থা আগস্টা ওয়েস্ট ল্যান্ড ঘুষ দেওয়ার চেষ্টা করেছিল। এই বিতর্ক সামনে আসার ফলে এই চুক্তি বাতিল হয়ে যায়।

২০০৫ সালে পশ্চিমবঙ্গের রাজ্যপাল এম কে নারায়ণন তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কর্মরত ছিলেন। তখনই তিনি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ব্যবহার করার জন্য এই হেলিকপ্টারগুলো ক্রয় সংক্রান্ত একটি বৈঠকে হাজির ছিলেন।

২০১৩ সালের মার্চ মাসে সিবিআই এই বিষয় নিয়ে ফিনমিসানিয়া এবং আগস্টা ওয়েস্ট ল্যান্ড-এর বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। যদিও এই দুই প্রতিষ্ঠানই ঘুষ দেবার বিষয়টি অস্বীকার করেছে।

সিবিআই’র পক্ষ থেকে জানান হয়- আগস্টা ওয়েস্ট ল্যান্ডকে সুবিধা দেবার জন্য কিছু নিয়ম পরিবর্তন করা হয়েছিল বলে তাদের ধারনা। এই প্রসঙ্গে তারা মোট ৪টি প্রতিষ্ঠান এবং ১২ জন আধিকারিককে জেরা করবে বলে জানিয়েছেন সিবিআই।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, ২৭ জুন , ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।