ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় তাপস পালের কুশপুতুল দাহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, জুলাই ২, ২০১৪
কলকাতায় তাপস পালের কুশপুতুল দাহ

কলকাতা: তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য ও চলচ্চিত্রাভিনেতা তাপস পাল ইস্যুতে সুর চড়ালো ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

তার বিতর্কিত বক্তব্যের প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ মিছিল করেছেন বিজেপি-এর মহিলা শাখার সদস্যরা।

একই সঙ্গে তাপস পালের গ্রেফতার দাবি করেছেন তারা।

এরপর বিজেপির মহিলা শাখার নেতা-কর্মীরা তাপসের কুশপুতুল দাহ করেন।

পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় পরপর দুটি জনসভায় বিরোধীদের হত্যা ও নারীদের ধর্ষণের হুমকি দিয়েছিলেন অভিনেতা থেকে রাজনৈতিক বনে যাওয়া তাপস পাল

আর এই হুমকির ভিডিও ছড়িয়ে পড়লে পুরো ভারতে তোলপাড় সৃষ্টি হয়।

এ ঘটনায় পশ্চিমবঙ্গ সরকারের কাছে জবাব চেয়ে চিঠি দিয়েছে কেন্দ্রীয় সরকার। যদিও তাপস পাল দলের কাছে চিঠি দিয়ে ক্ষমা চেয়েছেন। এরপরও দল ও দলের বাইরে তাকে নিয়ে নানা কানাঘোষা থামছে না।

বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, জুলাই ০২,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।