ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মমতা বললেন রেল নিয়ে এত বঞ্চনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, জুলাই ৮, ২০১৪
মমতা বললেন রেল নিয়ে এত বঞ্চনা ছবি: সংগৃহীত

কলকাতা: কিছুটা ব্রাত্যই থেকে গেল পশ্চিমবঙ্গ। মোদী সরকারের রেল বাজেটে পশ্চিমবঙ্গের কপালে জুটল মাত্র দুটি নতুন রেল ও অল্প কিছু নতুন রেল পথ।

আর তাই নিয়েই ক্ষোভে ফেটে পড়লেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও সাবেক রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি ক্ষোভ জনিয়ে ফেসবুকে লিখলেন, “এত বঞ্চনা, এত লাঞ্ছনা, কখনো কি দেখেছে কেউ? কেন্দ্রের নতুন সরকারের হাতে বঞ্চিত ও লাঞ্ছিত বাংলা”। এই দিন সাংবাদিকদেরও তিনি এই কথা জানান। তবে কেন্দ্রীয় রেল মন্ত্রী সদানন্দ গৌড়া জানিয়েছেন নতুন রেলের চমক নয় তিনি আগে ঘোষিত হওয়া কাজ গুলি আগে শেষ করতে চান।

তিনি আরও বলেন, রেল বাজেট কোন রাজ্যকে তুষ্ট করার জন্য নয়। এটি সামগ্রিক দেশের পরিপ্রেক্ষিতে নির্মাণ করা হয়েছে। তবে রাজ্যের ঝুলিতে বিশেষ কিছু না আসায় ক্ষুব্ধ বিরোধী দলগুলি।

তারা ভাড়া বাড়ানো ,রেলে বিদেশি বিনিয়োগের মত বিষয়গুলির সরাসরি বিরোধিতা করেছেন।

যদিও সামগ্রিকভাবে আগে ঘোষিত কাজ গুলি আগে শেষ করা হবে, এই ঘোষণায় যথেষ্ট খুশি পশ্চিমবঙ্গের মানুষ। কারণ রেল সম্প্রসারণ, মেট্রো রেলের বহু কাজ পশ্চিমবঙ্গে আটকে আছে। এই কাজ গুলি শেষ করার পরিকল্পনা নেওয়া হলে রেল পরিবহনে যথেষ্ট উন্নতি হবে পশ্চিমবঙ্গের।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।