ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বিশ্বের ২য় জনবহুল শহর দিল্লি

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, জুলাই ১২, ২০১৪
বিশ্বের ২য় জনবহুল শহর দিল্লি

ঢাকা: বিশ্বের মধ্যে দ্বিতীয় জনবহুল শহরের তালিকায় নাম উঠল ভারতের রাজধানী দিল্লির। এই তালিকায় প্রথমস্থানেই নাম রয়েছে জাপানের টোকিও শহরের।

জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী ১৯৯০ সাল থেকে ২০১৪ সালে পর্যন্ত দিল্লির জনসংখ্যা দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। দিল্লির বর্তমান জনসংখ্যা দুই কোটি ৫০ লাখ।

জাতিসংঘের ২০১৪ সালের ওর্য়াল্ড আরবানাইজেশন প্রসপেক্টস রিপোর্ট অনুযায়ী ২০৫০ সালের মধ্যে বিশ্বের মধ্যে ভারতে শহরে বসবাসকারী মানুষের সংখ্যা সর্বাধিক হবে। এমনকি এক্ষেত্রে ভারত ছাপিয়ে যাবে চিনকেও।

পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ জনবহুল শহর হিসেবে ২০৩০ সাল পর্যন্ত দিল্লির দখলে থাকবে। দিল্লির আনুমানিক জনসংখ্যা গিয়ে দাঁড়াবে তিন কোটি ষাট লাখে।

বর্তমানে পৃথিবীর সর্বোচ্চ জনবহুল শহর টোকিও। এই শহরের বর্তমান জনসংখ্যা তিন কোটি ৮০ লাখ। অবশ্য বর্তমানে এই শহরের জনসংখ্যা কমতে শুরু করেছে। ২০৩০ সালে এই সংখ্যা গিয়ে দাঁড়াবে আনুমানিক তিন কোটি ৭০ লাখে।

বিশ্বে জনসংখ্যার এই তালিকায় ছয় নম্বরে রয়েছে ভারতের আরেক শহর মুম্বাই। ২০৩০ সালের মধ্যে ভারতের বাণিজ্য নগরীর জনসংখ্যা দু’কোটি দশলাখ থেকে থেকে গিয়ে দাঁড়াবে দু’কোটি ৮০ লাখে।

জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী ২০১৪ থেকে ২০৫০ পর্যন্ত ভারত, চিন ও নাইজেরিয়ায় পৃথিবীর সর্বাধিক নগরায়ন হতে চলেছে। বিশ্বের ৩৭ শতাংশ নগরায়নই এই তিনটি দেশে হতে চলেছে।

এদিকে ২০৫০ সালের মধ্যে ভারতে শহরে জনসংখ্যা গিয়ে দাঁড়াবে আট কোটি ১৪ লাখে। যা ছাপিয়ে যাবে চিনকেও।

অপরদিকে ২০৩০ সালের মধ্যে বেঙ্গালোর, হায়দরাবাদের সঙ্গেই কলকাতার জনসংখ্যাও আনুমানিক দু’কোটি ৭০ লাখ ছোঁবে বলে জানাচ্ছে ওই রিপোর্ট।

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, জুলাই ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।