ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ইসরায়েলি হামলার প্রতিবাদে পথে পশ্চিমবঙ্গের বাম নেতারা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৪
ইসরায়েলি হামলার প্রতিবাদে পথে পশ্চিমবঙ্গের বাম নেতারা ছবি: সংগৃহীত

কলকাতা: গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলার প্রতিবাদে পথে নামছেন কলকাতার বাম দলগুলোর নেতারা।

ভারতের লোকসভায় গাজায় বিমান হামলার ইস্যু নিয়ে কংগ্রেস এবং বিরোধী অন্যান্য দলগুলো শোরগোল ফেললেও পশ্চিমবঙ্গের জন্য তারা আলাদা কোনো কর্মসূচি ঘোষণা করেন নি।



যদিও বামদলগুলো আন্দোলনে নামার আগেই কলকাতার নকশাল পন্থী দল এবং বিক্ষুব্ধ সি পি এম-এর একটি অংশ আগেই ইজরায়েলের হামলার বিরুদ্ধে পথে নেমেছে।

সি পি এম থেকে সদ্য বহিষ্কৃত নেতা রেজ্জাক মোল্লা জানিয়েছেন, যে সময় গোটা বিশ্বের মানুষ বিশ্বকাপ দেখতে ব্যস্ত সেই সময় নির্লজ্জ আক্রমণ চালিয়েছে ইজরায়েলের হানাদার বাহিনী। ইতোমধ্যেই ২০০ এর অধিক মানুষের মৃত্যু হয়েছে।

তিনি বলেন, গোটা বিশ্ব যখন এই হামলার প্রতিবাদে মুখর হয়েছে তখন চুপ করে আছে মোদী সরকার।

রেজ্জাক মোল্লা বলেন, সিপিআইএম (লিবারেশন) কলকাতায় ইজরায়েল দূতাবাসের সামনে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে। সেখানে বাম মনোভাবাপন্ন মানুষরা যোগ দেবেন।

অন্যদিকে রাজ্য বামফ্রন্টও একই সুরে সরব হয়েছে। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানিয়েছেন, তার গাজা ভূখণ্ডের ইসরায়েলি হামলার প্রতিবাদে বৃহস্পতিবার কলকাতায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।