ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

রানির নেতৃত্বে থাই দল কলকাতায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, জুলাই ২২, ২০১৪
রানির নেতৃত্বে থাই দল কলকাতায়

কলকাতা: শিক্ষা ও সাংস্কৃতিক চর্চার আদান-প্রদানের উদ্দেশে থাইল্যান্ডের রানি মহাচক্রী সিরিনিধরন-এর নেতৃত্বে সেদেশের একটি দল মঙ্গলবার কলকাতা এসেছেন। ৯০ সদস্যের থাই নাগরিকদের এই দলটি কলকাতার বিভিন্ন জায়গা ঘুরে দেখেন।



প্রথমে তারা ভারতীয় সেনাবাহিনীর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রধান কার্যালয়  ফোর্ট উইলিয়াম যান। সেখান থেকে তারা কলকাতার ঐতিহাসিক স্থাপত্য ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘুরে দেখেন। তারা কলকাতা যাদুঘরও ঘুরে দেখেন।

এরপর থাইল্যান্ডের এই দলটি কলকাতার তাজবেঙ্গল হোটেলে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সঙ্গে এক বৈঠকে যোগ দেন।

বৈঠক শেষে তারা বর্ধমানের বোলপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন দেখার উদ্দেশে রওনা হন।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, জুলাই ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।