ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

হায়দরাবাদে ট্রেনের ধাক্কায় বাসের ২৫ ছাত্র নিহত

আউটপুট এডিটর, কো-অর্ডিনেশন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৪
হায়দরাবাদে ট্রেনের ধাক্কায় বাসের ২৫ ছাত্র নিহত

ঢাকা: ভয়াবহ দুর্ঘটনা ঘটল ভারতের হায়দরাবাদ থেকে ১০০ কিলোমিটার দূরে মাসাইপেত গ্রামে। বৃহস্পতিবার স্কুলে যাওয়ার পথেই ঘটে গেল এই ভয়ঙ্কর দুর্ঘটনা।

দুরন্ত গতিতে ছুটে আসা নানদেড়-হায়দরাবাদ প্যাসেঞ্জার ট্রেন দুমড়ে-মুচড়ে দিল লেভেল ক্রসিং-এ দাঁড়ানো কাকতিয়া স্কুলের বাসটিকে।

ট্রেনের ধাক্কায় বাসটিতে থাকা ২৫ জন খুদে পড়ুয়ার  ছিন্ন-ভিন্ন হয়ে যায়। বৃহস্পতিবার দিনের শুরুতেই এমন দুর্ঘটনা ঘটে যায়।   ওই লেভেল ক্রসিং-এ কোন| পাহাড়াদার নেই। ২৫ পড়ুয়ার সঙ্গে মারা যান গাড়ির চালকও।

এছাড়া গুরুতর জখম হয়েছে ২০ ছাত্রছাত্রী৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ টুপারনের কাকতিয়া স্কুলের ৪০ ছাত্র-ছাত্রীকে ছিল ওই বাসে৷

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই লাইন দিয়ে ট্রেন যাওয়ার ঘোষণা শুনেও বাসচালক লাইনে বাস তুলে দেন৷ চোখের সামনে বাসটিকে ধাক্কা মারে ট্রেনটি৷ ট্রেনের ধাক্কায় বেশ কিছুটা দূরে ছিটকে পড়ে যায় বাসটি৷

ঘটনাস্থলে ছড়িয়ে রয়েছে স্কুল ব্যাগ, বই-খাতা, জলের বোতল৷ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও৷ দুর্ঘটনার পরেই স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখাতে শুরু করেন৷

তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে ওই প্রহরীবিহীন লেভেল ক্রসিংয়ে গেট বসানোর দাবি করা হলেও রেল কর্তৃপক্ষ কথা শোনেনি৷ এর আগেও বহুবার সেখানে দুর্ঘটনা ঘটেছে৷

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।