ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

গাজা হামলার প্রতিবাদে সংসদে প্রস্তাব

দিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, আগস্ট ২, ২০১৪
গাজা হামলার প্রতিবাদে সংসদে প্রস্তাব

দিল্লি: যুদ্ধবিধ্বস্ত গাজা নিয়ে আরও একবার সংসদে প্রতিবাদী প্রস্তাব রাখলেন তৃণমূল সাংসদ অধ্যাপক সুগত বসু।

দিল্লিতে লোকসভার অধিবেশনে জিরো আওয়ারে কড়া ভাষায় প্রতিবাদ জানান এ সাংসদ।



তিনি বলেন, সম্প্রতি বিপর্যস্ত গাজায় একটি স্কুলে ইসরায়েলি সেনার রকেট হানায় সেখানে আশ্রয় নেওয়া ঘুমন্ত একদল শিশু ও নারীরা ছিন্নভিন্ন হয়ে যান। এই আক্রমণ বর্বরোচিত ও লজ্জাজনক। একই সঙ্গে আন্তর্জাতিক আইনও লঙ্ঘন করেছে।

সুগত বসু বলেন, এ ঘটনায় কেন্দ্রীয় সরকার মুখে কুলুপ এঁটে না বসে কিছু ব্যাতিক্রমী পদক্ষেপ নিতে পারে। এজন্য আমি আবেদন জানাচ্ছি।

তার প্রস্তাবে জাতীয় কংগ্রেস, তৃণমূল ও বামদলগুলোও সমর্থন জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৫ঘণ্টা, আগস্ট ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।