ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ফের ১৪ দিনের জেলে নূর হোসেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, আগস্ট ২, ২০১৪
ফের ১৪ দিনের জেলে নূর হোসেন

কলকাতা: কলকাতায় গ্রেফতার নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ৭ খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনকে ফের ১৪ দিনের জেল দিয়েছেন বারাস‍াতের একটি আদালত।

একই সঙ্গে ১৬ আগস্ট তাকে আবারও আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত।

 

শনিবার ভারতীয় সময় সাড়ে ৪টার দিকে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণা জেলার বারাসাতের মুখ্য বিচার বিভাগীয় হাকিম মধুমিতা রায় এ আদেশ দেন।

এর আগে দুপুরে দমদম কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভ্যানে করে নূর হোসেনকে আদালতের হেফাজতখানায় নিয়ে যাওয়া হয়।

কলকাতার দমদম বিমানবন্দরের অদূরে বাগুইহাটি থানার কৈখালি এলাকার ইন্দ্রপ্রস্থ আবাসন থেকে গত ১৪ জুন রাতে নূর হোসেন ও তার দুই সঙ্গী খান সুমন এবং ওহিদুজ্জামানকে গ্রেফতার করে কলকাতা পুলিশ।

পরদিন ১৫ জুন নূর হোসেন ও তার দুই সহযোগীকে বারাসাতের আদালতে তোলা হয়। তাদের প্রত্যেকের আট দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন আদালত।

রিমান্ড শেষে ২৩ জুন তাদের ফের আদালতে তোলা হয়। মুখ্য বিচার বিভাগীয় হাকিম মধুমিতা রায় ওই তিনজনকে ১৪ দিনের জেল হেফাজত দিয়ে দমদম কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নূর হোসেনকে দেশে ফিরিয়ে নিতে ইন্টারপোলে মাধ্যমে বাংলাদেশ সরকারের করা আবেদন একই দিন মামলার সঙ্গে তালিকাভুক্ত করা হয়।

গত ৭ জুলাই আবার তাদের আদালতে তোলা হয়। আদালত তাদের ফের ১৪ দিনের জেল হেফাজত দিয়ে কারাগারে পাঠান। মেয়াদ শেষে ২১ জুলাই আবার আদালতে তোলা হলে তাদের ১২ দিনের জেল হেফাজত দেওয়া হয়।

২৭ এপ্রিল দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহৃত হওয়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও কাউন্সিলর নজরুল ইসলাম, জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকারসহ সাতজন।

এর তিনদিন পর ৩০ এপ্রিল শীতলক্ষ্যায় একে একে ভেসে ওঠে সাতজনের লাশ। এ ঘটনায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নূর হোসেনকে প্রধান আসামি করে মামলা করেছে নজরুলের পরিবার।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।