ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ডিজিটাল বাংলাদেশে ভারতীয় কোম্পানিকে সঙ্গী হওয়ার আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৪
ডিজিটাল বাংলাদেশে ভারতীয় কোম্পানিকে সঙ্গী হওয়ার আহ্বান

কলকাতা: ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে ভারতীয় বিভিন্ন আইটি কোম্পানিকে বাংলাদেশের আইটি বিপ্লবে সঙ্গী হওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির টেলিকম এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী আব্দুল লাতিফ সিদ্দিকী।

শুক্রবার কলকাতা অনুষ্ঠিত কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজের (সিআইআই) সভার দ্বিতীয় দিনে তিনি এ আহ্বান জানান।



বাংলাদেশে ব্যবসারত ভারতীয় আইটি কোম্পানিগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)সঙ্গে আলোচনায় আগামীদিনে দেশের আইটি খাতে বিপুল সম্ভবনার কথা তুলে ধরেন মন্ত্রী।  

এসময় বাংলাদেশের উচ্চ পযার্য়ের এক প্রতিনিধি দল ছাড়াও ভারতীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

আবদুল লতিফ সিদ্দিকী বলেন, ভারতীয় আইটি কোম্পানিগুলো বাংলাদেশে মূলত ‘ট্রেডিং’র সঙ্গে যুক্ত। ব্যাংকিং এবং অন্যান্য কিছু পরিষেবা ছাড়াও ভারতীয় কোম্পানিগুলোর বিপুল পরিমাণে আইটি পরিকাঠামো নির্মাণে বিনিয়োগের সম্ভাবনা রয়েছে।

ই-লার্নিং, ই-গভর্নেন্সসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান, সিলেটে ৫০০ একর, ঢাকাতে ২৩২ একর এবং যশোরে ১০ একর জমিতে হাইটেক পার্ক গড়ে তোলা হবে।

হাইটেক পার্কগুলোতে ভারতীয় কোম্পানিগুলোর সম্ভবনার কথা তুলে ধরে আই সি টি সচিব নজরুল ইসলাম খান ই-লার্নিং ক্ষেত্রে বাংলাদেশকে বিশ্ব ব্যাংকের দেওয়া সাহায্যের কথাও জানান।

অনুষ্ঠানে মন্ত্রী আব্দুল লাতিফ সিদ্দিকী জানান, আগামী কয়েক বছরের মধ্যে পঞ্চায়েত বিদ্যালয়, হাসপাতাল এবং অন্যান্য সমস্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে ‘ফাইবার অপটিক’র মাধ্যমে যুক্ত করা হবে।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, আগস্ট ০৮ , ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।