ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় বঙ্গবন্ধুকে শ্রদ্ধা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৪
কলকাতায় বঙ্গবন্ধুকে শ্রদ্ধা

কলকাতা: জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর ৩৯তম শাহাদত বার্ষিকীতে কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনে আলোচনা সভার আয়োজন করা হয়।

 

সভায় সভাপতিত্ব করেন উপ-হাইকমিশনার আবিদা ইসলাম।

এ সময় রাষ্ট্রপতির পাঠানো স্মারক পাঠ করেন সেকেন্ড কনসুলার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর পাঠানো স্মারক পাঠ করেন কনসুলার অ্যান্ড স্পোটর্স ওমর ফারুখ খান।  

 

সভায় ফার্স্ট কনসুলার তোফাজ্জেল হোসেন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান না থাকলে স্বাধীন বাংলাদেশ গড়া সম্ভব হতো না। তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। তার আদর্শে বাংলাদেশের তরুণ সমাজকে অনুপ্রাণিত হতে তিনি আহ্বান জানান।

 

উপ-হাইকমিশনার আবিদা ইসলাম সভাপতির বক্তব্যে বলেন, এই শোক দিবস শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নয়। আজকের এই দিনটি বঙ্গবন্ধুর মৃত্যুর কারণে গোটা মানবজাতির কাছে একটি কালো দিন।

 

তিনি বঙ্গবন্ধুসহ ১৮ জন শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তাদের আত্মার শান্তি কামনা করেন।

 

আবিদা ইসলাম বলেন, বঙ্গবন্ধুর স্বদেশভাবনা আমাদের সবার মধ্যে বিরাজ করছে। দেশের অর্থনৈতিক উন্নয়নের মধ্যে দিয়েই সেই স্বদেশভাবনা পূর্ণ সফলতা লাভ করবে।  

 

এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘ডিজিটাল বাংলাদেশ’ এর মাধ্যমে গোটা দেশের উন্নতির প্রচেষ্টার কথা মনে করিয়ে দেন।

 

তিনি বলেন, আমরা যে যেখানেই থাকি দেশের জন্য কাজ করে যেতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ কে ওসমান।

 

এছাড়াও উপস্থিত ছিলেন কনসুলার অ্যান্ড এইচওসি মোহাম্মদ মইনুল কবির, প্রথম সচিব (বাণিজ্য) ড. মোহাম্মদ ওমর ফারুক, প্রথম সচিব (প্রেস) মোহাম্মদ মোফাখারুল ইকবাল, বিওডি মৌসুমি ওয়াইস, সুফিয়া বেগমসহ কমিশনের অন্যান্য কর্মকর্তা ও অতিথিরা।

 

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর জীবন এবং কাজ নিয়ে ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু’ নামে একটি তথ্যচিত্র  প্রদর্শিত হয়।

 

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, ১৫ আগস্ট, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।