ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ব্রেন স্ট্রোকে আক্রান্ত তাপস পাল আইসিইউতে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৪
ব্রেন স্ট্রোকে আক্রান্ত তাপস পাল আইসিইউতে তাপস পাল

ঢাকা: পশ্চিমবঙ্গের আলোচিত সমালোচিত অভিনেতা, সংসদ সদস্য তাপস পাল ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে দক্ষিণ কলকাতার এক নার্সিংহোমে ভর্তি রয়েছেন।

মঙ্গলবার সকাল থেকে তিনি চোখে স্পষ্ট দেখতে পাচ্ছিলেন না।

এরপর তাকে নার্সিংহোমে নেওয়া হয়। সেখানে এমআরআইসহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর তার ব্রেন স্ট্রোক ধরা পড়ে। পরে তাকে নেওয়া হয় নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ)।

ধর্ষণ নিয়ে বিতর্কিত বক্তব্য দেওয়া মমতার তৃণমূল কংগ্রেস থেকে নির্বাচিত কৃষ্ণনগরের এই সংসদ সদস্যকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছে নার্সিংহোম সূত্র।

তার শারীরিক অবস্থা খুঁটিয়ে দেখার জন্য দুই সদস্যের মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।