ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

দিল্লির রাতে সস্তা দোকানিরা...

মাহমুদ মেনন, হেড অব নিউজ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৪
দিল্লির রাতে সস্তা দোকানিরা...

দিল্লি (ভারত) থেকে: রাত ১১টার দিকে বের হয়ে দেখি দিল্লি বুঝি কেবই জেগে উঠেছে। একটু পর পরই পসরা সাজিয়ে বসে আছে সস্তা খাবারের বিক্রেতারা।

দিল্লির পাহাড়গঞ্জে হোটেলের ছড়াছড়ি। যে কেউ যে কোনো সময়ই এসে পড়তে পারে। তখন খাবার কোথায় পাবে। তাদেরই ভরসা এসব দোকান। ইম্পেরিয়াল সিনেমা হলকে ঘিরে গুটিকয় খাবারের দোকানের নমুনা-

এটি ভেলপুরির দোকান, গভীর রাত অবধি বেচাকেনা চলবে বলেই জানালেন দোকানি..

এটি বাদাম ওয়ালা। কাচা বাদাম, ভাজা বাদাম দুটোই মেলে তার কাছে, সঙ্গে পপকর্নও মিলছে সস্তায়...

ডিম ভেজে ব্রেডের মধ্যে চেপে টোস্ট বানিয়ে বিক্রি চলছে হরদম। পাশেই মোমো বিক্রেতা...

মোমো বিক্রেতার খদ্দের কমলে পাশেই সিডি বিক্রেতার দিকে মন। মোমো বিক্রেতারা এসেছেন নেপাল থেকে।

নিম্বু পানি দিল্লির ৩৬-৩৭ ডিগ্রি গরমে খুব চলে...

কেউ কেউ জামির মেশিনে ফেলে জুস বানিয়ে বেচছেন এখানে সেখানে...

চিকেন ফ্রাইও মিলবে রাস্তার পাশে... খাবার অস্বাস্থ্যকর নয় দাবি বিক্রেতার। প্রতিরাতেই বিক্রি হয় কয়েক হাজার রুপির ফ্রায়েড চিকেন...

ভুট্টা পুড়ে বিক্রি সেতো বাংলাদেশেও দেখা যায়...

চানাওয়ালা খদ্দের সামলাতে ব্যস্ত মধ্য রাতের দিল্লিতে।

ক্ষিরের বাটি ভরতে দেরি, কিনতে নয়...

পথের পাশেই বানানো হচ্ছে এক ধরনের বিশেষ বিস্কুট... সম্পূর্ণ নিজস্ব পদ্ধতি

বাংলাদেশ সময়: ০৮০৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৪

** আহমেদাবাদের কাপড় জগতে নয়া মনীষা রাণী!
** মোদীর গুজরাট উন্নয়নের আইকন ‘গিফটসিটি’
** চকচকে পরিপাটি ‘গান্ধীনগর’
** আহমেদাবাদ থেকে বাংলাদেশ যাচ্ছে ব্লাড অ্যাডমিনিস্ট্রেশন
** ঘুরে আসি আজমীর
** দিল্লি প্রেসক্লাবে সাবসিডি নেই!
** মাকরানার হোয়াইট মার্বেলেই অনিন্দ্য তাজমহল
** দিল্লির আশীর্বাদ দিল্লি মেট্রো,ঢাকা মেট্রো কবে

** অ্যারাভেলি পর্বতে ঘেরা ভ্রাতৃত্ব

** ৩৬ ঘণ্টার বিচিত্র রূপ!

** ইন্টারনেটে বাংলাদেশ এগিয়ে

** সেই তো আমরাই!
** লাইফলাইন অব ইন্ডিয়া
** দিল্লি কত দূর?
** ভারতীয় ইমিগ্রেশনে বাংলাদেশের মর্যাদা
** গ্রীনলাইনে ভুগতে ভুগতে কলকাতা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।