ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ফিরোজা বেগমের মৃত্যুতে পশ্চিমবঙ্গ রাজ্যপালের সমবেদনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৪
ফিরোজা বেগমের মৃত্যুতে পশ্চিমবঙ্গ রাজ্যপালের সমবেদনা ফিরোজা বেগমে

কলকাতা: উপমহাদেশের নজরুল সংগীতের কিংবদন্তী ফিরোজা বেগমের মৃত্যতে তার পরিবার এবং গুণমুগ্ধদের গভীর সমবেদনা জানালেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠি।

বৃহস্পতিবার কলকাতার রাজভবন থেকে লেখা এক চিঠিতে রাজ্যপাল জানান, মহান এ  সংগীত শিল্পীর মৃত্যুর খবর জানতে পেরে তিনি গভীর ভাবে শোকাহত।



তিনি তার লেখা চিঠিতে উল্লেখ করেন কাজী নজরুল ইসলামের লেখা গানের চর্চার বিষয়ে প্রয়াত শিল্পী ফিরোজা বেগমের অবদান ছিল অপরিসীম।

কেশরী নাথ ত্রিপাঠি তার শোকবার্তায় আরও জানিয়েছেন, নজরুল সংগীতকে তিনি এক বিশেষ উচ্চতায় নিয়ে গিয়েছেন।

চিঠির শেষ অংশে রাজ্যপাল প্রয়াত সংগীত শিল্পীর পরিবার এবং তার অসখ্য গুণমুগ্ধদের প্রতি তার সমবেদনা ব্যক্ত করেন।

রাজভবনের তরফে এই শোকবার্তা কলকাতাস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনার দফতরে তুলে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, সেপ্টম্বর ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।