ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

শারদ উৎসবে ‘একখণ্ড ভারত’ কলকাতায়

স্টাফ করেস্পন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৪
শারদ উৎসবে ‘একখণ্ড ভারত’ কলকাতায়

কলকাতা: শারদীয় মিলনের উৎসবে কলকাতা হয়ে উঠেছে গোটা ভারতের এক ক্ষুদ্র সংস্করণ। পঞ্চমীর দিন থেকেই নামি পূজা মণ্ডপগুলোতে যথেষ্ট ভিড় দেখা যাচ্ছে।

রাত বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ও বাড়ছে। এবারের মণ্ডপগুলোকে সাজানো হয়েছে বিভিন্ন থিমে।

তবে সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় সোমবার অনেকেই বাইরে বের হতে পারেন নি। পশ্চিমবঙ্গ সরকার মঙ্গলবার থেকেই ছুটি ঘোষণা করেছে। তবে পশ্চিমবঙ্গের অধিকাংশ বেসরকারি প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করছে সপ্তমী অর্থাৎ, বুধবার থেকে।

তবে পূজা উদ্যোক্তারা মনে করছেন মঙ্গলবার সন্ধ্যে থেকেই কলকাতার পথে নামবে মানুষের ঢল।

বিভিন্ন থিমে সাজানো মণ্ডপগুলোকে যতটা সম্ভব দ্রুত দেখে নিতে চাইবেন তারা। দক্ষিণ কলকাতার এক প্রান্তে উঠে এসেছে ওড়িশার রঘুরাজপুরের শিল্প। সেখানে কার্পেট, মুখোশ থেকে শুরু করে নারকেলের ছোবড়ায় তৈরি নানা শিল্পকর্মও পাওয়া যাচ্ছে। আবার কোথাও উঠে এসেছে পুরীর বিখ্যাত রথের আদলে মণ্ডপ।

দক্ষিণ কলকাতার অন্যতম আকর্ষণ অজন্তা ইলোরা হল। এ হলে মধ্য কলকাতা তুলে ধরেছে পশ্চিমবঙ্গের ১৯টি জেলার ১৯টি বৈশিষ্ট্য। অপরদিকে পিছিয়ে নেই উত্তর কলকাতাও।
KOLKATA_02_1
মূলত সাবেকিয়ানা উত্তরের মূল ভাবনা হলেও এখানেও এ বছর দেখা গেছে নতুন থিম। আর সেই থিম দেশ ছাড়িয়ে পাড়ি দিয়েছে বিদেশেও।  

কোথাও প্রত্নতাত্ত্বিক মন্দির আবার কোথাও আফ্রিকার মাসাই উপজাতির গ্রাম উঠে এসেছে থিম হিসেবে। আবার কোথাও কল্পনার বাগানে শিল্পীর হাত ধরে উঠে এসেছে সৃষ্টি-স্থিতি-লয়।   
 
আরেকদিকে বিশ্বের বিভিন্ন সভ্যতার খণ্ডচিত্র আর অন্যদিকে ভারতের বিভিন্ন অঞ্চলের শিল্প বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো দেখতেও গোটা দেশ থেকে পর্যটকরা হাজির হবেন বলেই আশা পূজা উদ্যোক্তাদের।  

বাংলাদশে সময়: ১৩০০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।