ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মালদায় বিপুল সংখ্যক বোমার সন্ধান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৪
মালদায় বিপুল সংখ্যক বোমার সন্ধান

কলকাতা: পশ্চিমবঙ্গের মালদা জেলায় ৬০-৬৫ টি ‘ক্রুড বোমা’র সন্ধান পাওয়া গেছে। সাধারণ বোম‍ার চেয়ে বোমাগুলো বিশেষ ধরনের।


 
শুক্রবার সকালে (১৭ অক্টোবর) মালদা জেলার একটি মাঠ থেকে  বোমাগুলো উদ্ধার করা হয়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে বলে খবর পাওয়া গেছে। তবে এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

বর্ধমান বিস্ফোরণের সঙ্গে মালদা জেলায় পাওয়া বোমাগুলোর সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বর্ধমানের বাদশাহি রোডের বাড়ি থেকে উদ্ধার হওয়া ৪০টি হ্যান্ড গ্রেনেড, ২৫ ব্যাগ বিস্ফোরক,  ৫টি সকেট বোমা নষ্ট করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা,  অক্টোবর ১৭, ২০১৪

** মালদায় বিস্ফোরণের ঘটনায় আটক তিন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।