ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় দিওয়ালী উৎসবে বিএসএফ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৪
কলকাতায় দিওয়ালী উৎসবে বিএসএফ

কলকাতা: আলোর উৎসব দিওয়ালী উপলক্ষে প্রতি বছরের মতো ‘দিওয়ালী মেলা’র আয়োজন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।

কলকাতার সল্টলেক অঞ্চলে এই মেলার আয়োজন করা হয়।

বিএসএফ –এর বিভিন্ন শাখা এই মেলায় অংশ নিয়েছে।

মেলায় খাবার দোকান, বিভিন্ন হস্ত শিল্প, কাঠের তৈরি বিভিন্ন জিনিসের স্টলও রয়েছে।

এই মেলার উদ্বোধন করে বিএসএফ-এর আইজি অনিল পালিওয়ালের স্ত্রী সারিকা পালিওয়াল সবাইকে কালীপূজা এবং দিওয়ালীর শুভেচ্ছা জানিয়েছেন।

রামায়ণ মতে, রাবণকে বধের পর রাম যখন অযোধ্যায় ফিরে আসেন, তখন অযোধ্যর প্রজারা গোটা রাজ্যে আলোর প্রদীপ জ্বেলে উৎসব করেছিলেন। সেই সময় থেকেই অশুভের উপর শুভ শক্তির বিজয়ের উৎসব হিসেবে ‘দিওয়ালী’ পালন হয়ে থাকে। এই সময়েই পশ্চিমবঙ্গসহ ভারতে পালিত হয় কালীপূজা।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।