ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

দার্জিলিং চা বাগানে শ্রমিকদের হরতাল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৪
দার্জিলিং চা বাগানে শ্রমিকদের হরতাল

কলকাতা: পশ্চিমবঙ্গের দার্জিলিং ও ডুয়ার্সের তিন শতাধিক চা বাগানের লাখখানেক শ্রমিকের সর্বনিম্ন মুজুরির দাবিতে দ্বিতীয় দিনের আন্দোলন ও হরতাল চলছে।

মজুরির দাবিতে গোটা দার্জিলিং, ডুয়ার্স জুড়ে বুধবার (১২ নভেম্বর) ১২ ঘণ্টার সাধারণ হরতালের ডাক দিয়েছে চা বাগানের শ্রমিকরা।



এ কর্মসূচিতে শাসক দল তৃণমূল কংগ্রেস পরিচালিত শ্রমিক সংগঠন ছাড়া বাকি ২২টি শ্রমিক সংগঠন এই ধর্মঘটে যোগ দিয়েছে।

পশ্চিমবঙ্গের পাহাড়ে এই ধর্মঘটে যথেষ্ট সাড়া পড়েছে। ধর্মঘটের সমর্থনে মিছিল করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন সাবেক মন্ত্রী সি পি এম নেতা অশোক ভট্টাচার্য।

উল্লেখ্য, চা বাগানের শ্রমিকরা দৈনিক গড়ে ৯০-৯৫ রুপি করে বেতন পান। শ্রমিক সংগঠনগুলির দাবি ভারত সরকারের 'মনরেগা' প্রকল্পের অধীনে সর্বনিম্ন কৃষিকাজের মজুরি ১৬৭ রুপি করে বাগানের শ্রমিকদের দিতে হবে।

এদিকে, শ্রমিকদের পক্ষে জানানো হয়েছে, তাদের দাবি না মানা পর্যন্ত হরতাল চলবে।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।