ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতা চলচ্চিত্র উৎসবে ইরফান খান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৪
কলকাতা চলচ্চিত্র উৎসবে ইরফান খান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: বৃহস্পতিবার ভারতীয় সময় বিকেল সাড়ে চারটা। ‌ কলকাতা চলচ্চিত্র উৎসব প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়ল যখন ইরফান খান ঢুকলেন নন্দন চত্বরে।

‌তিনি গিয়েছিলেন আদিত্য বিক্রম সেনগুপ্ত পরিচালিত ছবি ‘লেবার অব লাভ’ দেখতে। ‌ পুরো ছবিটাই দেখলেন তিনি। ‌

ছবি শুরুর আগে নন্দনের রেলিং এ হেলান দিয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষাও করলেন বাঙালি এ অভিনেতা। হাজির হওয়ার সঙ্গে সঙ্গেই উৎসাহী ভক্তদের অনেকেই তার আশেপাশে ভিড় জমান। ততক্ষণে চিত্র সাংবাদিকদের ভিড় জমে যায়।

ঢোকার মুখে বলিউডের অস্কারজয়ী এ তারকা অভিনেতাকে সাদরে নিয়ে এলেন টলিউদের অভিনেতা পরিচালক অরিন্দম শীল।

এ দিন কলকাতা চলচ্চিত্র উৎসবে আলোচনা সভার বিষয় ছিল ‘ক্লাসিক্যাল ফিল্ম আর বিকামিং ইরেলিভেন্ট ইন মডার্ন টাইম’। আলোচনায় ছিলেন বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়, অমল পালেকর, অরিন্দম শীল, ধীমান দাশগুপ্ত।

 ফিল্ম মাঠে শুরু হল চলচ্চিত্রের আড্ডা এবং কুইজের আসর। কুইজের বিজয়ীরা পাবেন গেস্ট কার্ড, যা দিয়ে দেখতে পারবেন ইচ্ছেমতো সিনেমা। ‌

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।